
বেশ কিছুদিন ধরে খবরে মহাকুম্ভ। এই মহাকুম্ভ পবিত্র স্নান করতে কোটি কোটি মানুষ ভিড় করছেন। সাধারণ মানুষ, সাধু সন্ততি থেকে সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিরা স্নান করেছেন সঙ্গমে। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নানের ছবি ভাইরাল হয়েছে। তেমনই স্নান করেছেন ভুটানের রাজা।
মহাকুম্ভ পবিত্র স্নান নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। অধিকাংশই তুলে ধরেছেন তাদের সমস্যার কথা। এবার মহাকুম্ভের অভিজ্ঞতার কথা জানালেন জগদগুরু রামভদ্রাচার্য। তিনি বললেন, ‘মানুষ যতই সমালোচনা করুক না কেন, আমি এই কুম্ভে অমৃতযোগ-র অভিজ্ঞতা পেয়েছি। ত্রিবেণী সঙ্গমের জলে উপস্থিত আধ্যাত্মিক শক্তি আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি।
২০২৫ সালের মহাকুম্ভের ব্যবস্থাপনা এবং মহিমার প্রশংসা করেন। তিনি বলেন, এই কুম্ভ প্রতিটি দিক থেকেই আলাদা। তাঁর দশকের পর দশক ধরে অংশগ্রহণের কথা স্মরণ করে তিনি বলেন, আমি ১৯৭৭ সাল থেকে কুম্ভে আসছি, কিন্তু এর চেয়ে সুন্দর ও ঐশ্বরিক কুম্ভ আমি আর কখনও দেখিনি। এটি সত্যিই মহিমা, ভক্তি এবং ভারতীয় সংস্কৃতির এক অসাধারণ সঙ্গম।
তিনি ভক্তদের এই পবিত্র সমাবেশের সর্বোচ্চ সুবিধা গ্রহণের অহ্বান জানান। তিনি বলেন, কেবল পবিত্র স্নান করার জন্য নয় বরং সাধু সন্তদের সান্নিধ্যে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্যও উৎসাহিত করেন।’
এদিকে আবার ফের আগুন লাগল মহাকুম্ভ মেলায়। শুক্রবার আগুন লাগল সেক্টর ১৮ এলাকায় হরিহরা নন্দ ক্যাম্পে। অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। এক পুলিশ আধিকারিক জানান, তুলসী চৌরাহার কাছে একটি তাঁবুতে আগুন লাগে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। কীভাবে আগুন লাগলস তা এখনও স্পষ্ট নয়।
এর আগেও কুম্ভ মেলায় আগুন লেগেছিল। সেক্টর ২২-তে তাঁবুকে আগুন লাগে। কুম্ভ মেলার সেক্টর ১৯ এলাকায় আগুন লেগেছিল। সেবার ১৮০টি তাঁবু পুড়ে যায়। এদিকে সম্প্রতি পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মৌনি অমাবস্যা উপলক্ষে কুম্ভ মেলায় শাহি স্নানে ভিড় হয়েছিল। সেখানেই ঘটে দুর্ঘটনা।