স্নানযোগ্য নয় কুম্ভের জল, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে, উত্তরপ্রদেশ সরকারকে তলব আদালতের

Published : Feb 18, 2025, 11:32 AM IST
Kumbh Mela 2025

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে প্রয়াগরাজে গঙ্গার জল স্নানের অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। জলে ব্যাকটেরিয়া বৃদ্ধির আশঙ্কায় উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত।

কুম্ভে পবিত্র স্নান করতে ভিড় জমাচ্ছেন কোটি কোটি মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও আসছেন মানুষজন। তবে, এই প্রয়াগরাজে গঙ্গার জল স্নান করার উপযুক্তনয়। সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতে এ কথা জানালেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ওই পর্ষদের রিপোর্টে পাওয়ার পর উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত। বুধবার উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, কুম্ভমেলার সময় নদীর জলে ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা আছে। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুসারে, কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, জানুয়ারির ১২-১৩ তারিখ নদীর জল পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড-র নিরিখে ওই জল স্নানের উপযুক্ত না। বিভিন্ন সময় এই নদীর জল পরীক্ষা করা হয়েছে। তাতেও দেখা গিয়েছে, ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রার দিক থেকে এই জল উপযুক্ত না। আশঙ্কা করা হয়েছে, কুম্ভমেলার সময় বিশেষ করে শাহি স্নান -র দিনগুলোতে পুণ্যার্থীদের ভিড়ের কারণে জলে ব্যাকটেরিয়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

প্রসঙ্গত নিকাশি বর্জ্যের থেকে জল দুষিত হচ্ছে কি না তা বোঝা য়ায় জলে ফিকাল কলিফর্ম ব্যাক্টেরিয়ার উপস্থিতি থেকে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্ধারিত অনুমিত সীমা বলেছে, প্রতি ১০০ মিলিলিটার জলে সর্বাধিক ১৫০০ ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া থাকলে তা খুব বেশি ক্ষতিকর নয়। তবে, প্রয়াজরাজের জলে এই পরিমাণ কত তা এখনও জানা যায়নি।

জাতীয় পরিবেশ আদালতে এই রিপোর্টের ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিচারপতি শ্রীবাস্তব জানতে চান, নদী দূষণ নিয়ন্ত্রণে পর্ষদ কী কী পদক্ষেপ নিচ্ছে। উত্তরপ্রদেশ প্রশাসনকে এর আগেও একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছিল পরিবেশ আদালত। সে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেবল জলের নমুনা পরীক্ষার রিপোর্ট জমা করেছে বলে জানা গিয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি
ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া