
প্রয়াগরাজে (Prayagraj) তীব্র সমস্যায় তীর্থযাত্রীরা। মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে (Kumbh Mela) পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। অমৃতস্নানের জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রীর গন্তব্য ছিল কুম্ভমেলা। কিন্তু তাতেই বিপত্তি বেধেছে। হোটেল থেকে ধর্মশালা- সব জায়গারই ভাড়া বেড়েছে কয়েকগুণ। বিশেষ স্নান উপলক্ষ্যে প্রয়াগরাজে রিকশা ভাড়া গুণতে হচ্ছে কমপক্ষে হাজার টাকা। নাজেহার হতে হচ্ছে তীর্থযাত্রীদের। প্রয়াগরাজের কুম্ভমেলা ফেব্রুয়ারি মাসে শেষ হলেও হোটেলগুলি বুকিং রয়েছে মার্চ মাস পর্যন্ত। তাই ব্যবসায়ীরা মনে করছেন মার্চ মাস পর্যন্তই প্রয়াগরাজে তীর্থযাত্রীদের ভিড় থাকবে। যদিও হোটেল থেকে ধর্মশালা সব জায়গাতেই অনলাইন বুকিং-এর ব্যবস্থা রয়েছে। কিন্তু সেগুলিও প্রচুর টাকা দিয়ে করতে হচ্ছে তীর্থযাত্রীদের।
সর্বভারতীয় একটি সংবাদ সংস্থার দীনেশ রানা নামে এক ব্যক্তির কুম্ভমেলার অভিজ্ঞতা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তিনি মহাকুম্ভে গিয়ে ব্যবস্থাপনা দেখে রীতিমত হতাশ হয়ে পড়েছেন। তিনি নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন, তিনি এতটাই হতাশ হয়ে পড়েছেন যে মহাকুম্ভে মোক্ষলাভের উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু পুণ্যস্নান না করেই ফিরে আসেন। তিনি জানিয়েছেন, কুম্ভে পৌঁছে তিনি জানতে পেরেছিলেন সেখান থেকে ২০ কিলোমিটার দূরে সঙ্গম কুম্ভ থেকে সঙ্গম যেতে রিকশা ভাড়া গুণতে হচ্ছে ১০০০ টাকা। হোটেরগুলি দৈনিক ভাড়ার পরিবর্তে ঘণ্টা হিসেবে ভাড়া নিচ্ছে। তিনি জানিয়েছেন, হোটেলগুলি ঘণ্টায় ১০০০ টাকার পরিবর্তে ৫ হাজার টাকা করে নিচ্ছে।
কুম্ভে ২১৮ থেকে ২২০টি হোটেল রয়েছে। ২০৪টি গেস্টহাউস আর ধর্মশালা রয়েছে। প্রতিটি হোলেটেই তিল ধরানোর জায়গা নেই। পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রয়াগরাজের প্রায় সব হোটেল বুক রয়েছে কয়েক গুণ বেশি ভাড়া। যে হোটেলের রুম আগে ২৪ ঘণ্টার জন্য ৭-৮ হাজার টাকা ভাড়া দেওয়া হয়েছিল এখন সেহুলি একটা গোটা দিনের জন্য ভাড়া নিলে তীর্থযাত্রীদের গুণতে হচ্ছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। তবে এই রেট শুধুমাত্র মৌনী অমাবস্যা, মকর সংক্রান্ত, অমাবস্যা, বসন্ত পঞ্চমীর মত বিশেষ দিনের স্নানের জন্যই। তবে অন্য সময় যে খুব একটা কম থাকে তা নয়। অন্যান্য সময় ভাড়া গুণতে হয় কমপক্ষে ১৫- হাজার বা তারও বেশি টাকা।
দীনেশ জানিয়েছেন, এই হালহাকিকৎ জেনে তিনি আর সঙ্গমে যাননি। কুম্ভে নেমেও ফিরে যান বাড়িতে। তবে শুধু হোটেল বা রিকশাই নয়, ভাড়া বেড়েছে বুমানেরও বিমান ভাড়া বেশি দেখে মুম্বইয়ের এক দম্পতি সম্প্রতী ১২০০ কিলোমিটার পথ বাইকে সফর করে পুণ্যলাভ করেন কুম্ভে গিয়েছে। জলের বোতলের দামও হুহু করে বেডেছে কুম্ভে। ২০ টাকার জলের বোতল বিক্রি হচ্ছে ৫- টাকা বা ৬০ টাকায়।
কুম্ভমেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শুরুর দিনেই ছিল পৌষ পূর্মিমার পুণ্যস্নান। পরের দিন ছিল মকর সংক্রান্তর শাহি স্নান। মৌনী অমাবস্যার শাহি স্নান ছিল ২৯ জানুয়ারি। ৩ ফেব্রুয়ারি হয়েছে বসন্ত পঞ্চমীর শাহি স্নান। এদিন মাঘী পূর্ণিমার পুণ্য স্নান। এবং শেষ দিন আগামী ২৬ তারিখ হবে শিবরাত্রির পুণ্য স্নান। কিন্তু তারপরেও কুম্ভ মেলায় ভিড় থাকবে। অনেকেই মনে করছেন দোল পর্যন্ত তীর্থযাত্রীদের গন্তব্য হতে পরে কুম্ভমেলা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।