মহাকুম্ভ ২০২৫: মৌনি অমাবস্যার দিন কুম্ভে পদপিষ্ট বহু, ১৫ জনের মৃত্যুর আশঙ্কা, বন্ধ হল পুণ্যস্নান

Published : Jan 29, 2025, 06:59 AM ISTUpdated : Jan 29, 2025, 09:54 AM IST
Maha Kumbh stampede photo

সংক্ষিপ্ত

পদপিষ্টের ঘটনার জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আখাড়ার পুণ্যস্নান স্থগিত করা হয়েছে। এর মধ্যে এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেন নরেন্দ্রমোদী।

উত্তর প্রদেশের প্রয়াগরাজের পদপিষ্ট হয়ে আহত হলেন কয়েকজন। ১৫ জনের মৃত্যুর আশঙ্কা শোনা যাচ্ছে। যদিও পদপিষ্টের ঘটনার জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আখাড়ার পুণ্যস্নান স্থগিত করা হয়েছে। এর মধ্যে এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেন নরেন্দ্রমোদী। মহাকুম্ভে ঠিক কী হয়েছে, কী পদক্ষেপ করা হচ্ছে, এই সব বিষয় খোঁজ নেন।

মহাকুম্ভের অন্যতম দিন হল মৌনী অমাবস্যা। এদিন প্রচুর মানুষের সমাগম হয়। প্রচুর পুণ্যার্থী পুণ্যস্নান সেরে থাকেন। আর এবার সেই দিনটি আরও উল্লেখযোগ্য। কারণ ১৪৪ বছর পর ত্রিবেণী যোগ পড়েছে। সে কারণে মেলায় ভিড়ও ছিল অধিক। পুণ্যস্নানের আগে রাত ২.৩০ নাগাদ হুড়ো হুড়ি হয়। এতে পদপিষ্ট হন অনেকে। দ্রুত ঘাটে নিয়ে আসা হয় একাধিক অ্যাম্বুলেন্স।

কর্মরত অফিসার অন স্পেশাল ডিউটি আকাঙ্খা রানা সকালে বলেন, সঙ্গমের রুটে কয়েকটি বেড়া ভেঙে গিয়ে পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বড় কোনও ঘটনা ঘটেনি।

মৌনি অমাবস্যার অমৃত স্নান -র কারণে ভিড় বাড়ে। এই ঘটনার পর মেলা প্রশাসনকে লোকজন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জনসভা থেকে ঘোষণা করা হচ্ছিল যাতে ভক্তরা ঘাট খালি করে দেন। এই শুভ দিনে অনেকে স্নান না করেও ফিরে যান।

মৌনি অমাবস্যায় মহাকুম্ভে প্রায় ১০ কোটি ভক্তের সমাগম হবে বলে আশা করেছিল প্রশাসন। সে কারণে নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা জোরদার করা হয়। তাতেও হল না শেষ রক্ষা।

গত ১৭ দিন ধরে চলছে মেলা। ইতিমধ্যে ১৫ কোটিরও বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। ৪.৮ কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন। যা মকর সংক্রান্তিতে অমৃত স্নানের চেয়ে বেশি।

নিরাপত্তা জোরদার করার জন্য মেলার প্রতিটি কোণে কর্মী মোতায়েম করা হয়েছে। এআই-চালিত সিসিটিভি বসামো আছে। ড্রোন উড়ছে মাঠে। তাতেও ঘটল এমন ঘটনা।

 

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
উত্তরপ্রদেশের বাচ্চাদের জন্য সুখবর, প্রতি জেলায় স্টেডিয়াম, ব্লকে মিনি স্টেডিয়াম