WhatsApp Settings: এই সেটিং অন না করলে WhatsApp অ্যাকাউন্ট কি বিপদে? এখনই সতর্ক হোন

Published : Jan 28, 2026, 09:37 PM IST

WhatsApp Settings: ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপ এবার 'স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস' নামে একটি নতুন ফিচারটি নিয়ে এসেছে। এই ফিচারটি হ্যাকিং এবং সাইবার জালিয়াতি থেকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে থাকে।

PREV
15
হোয়াটসঅ্যাপের সিকিউরিটি সেটিংস

হোয়াটসঅ্যাপ তার নিরাপত্তা ব্যবস্থাকে আরও এক ধাপ উন্নত করেছে। হ্যাকার এবং সাইবার অপরাধীদের থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে 'স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস' ফিচারটি চালু করা হয়েছে।

25
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

এই নতুন ফিচারের মূল উদ্দেশ্য হল, অজানা নম্বর থেকে আসা বিপজ্জনক লিঙ্ক এবং ফাইলকে নিয়ন্ত্রণ করা। এটি চালু করলে, আপনার কন্ট্যাক্ট লিস্টে নেই এমন নম্বর থেকে আসা মিডিয়া ফাইল বা লিঙ্ক ব্লক করা যাবে।

35
'স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস'

এই সুরক্ষা ফিচারটি চালু করা খুব সহজ। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রাইভেসি বিকল্পটি বেছে নিন। সেখানে অ্যাডভান্সড অপশনের অধীনে 'স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস' অন করলেই এটি চালু হয়ে যাবে।

45
হোয়াটসঅ্যাপ হ্যাকিং প্রতিরোধ

হোয়াটসঅ্যাপের মতে, এই ফিচারটি একটি 'লকডাউন'-এর মতো কাজ করে। সাংবাদিক, সেলিব্রিটি বা যাদের সাইবার আক্রমণের ঝুঁকি বেশি, তাদের জন্য এটি অতিরিক্ত সুরক্ষা দেবে বলে মেটা জানিয়েছে।

55
জালিয়াতি প্রতিরোধের উপায়

এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পাশাপাশি, APK ফাইল ও প্রতারণামূলক লিঙ্কের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো রুখতে এই নতুন ফিচারটি আনা হয়েছে। এই ছোট পরিবর্তন আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories