মানুষের জন্য বিপদ, নিজেদের মধ্যে সঙ্কেত বাক্যে কথা বলছে এআই অ্যাসিস্ট্যান্টস!

Published : Feb 26, 2025, 07:19 PM ISTUpdated : Feb 26, 2025, 08:08 PM IST
ai technology

সংক্ষিপ্ত

সারা বিশ্বে হঠাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার চর্চা চলছে। বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর ফলে বিপদও ঘনিয়ে আসছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষকে এড়িয়ে নিজেদের মতো করে চলা শুরু করে দিয়েছে? এবার কি মানুষকে ছাপিয়ে যেতে চলেছে এআই অ্যাসিস্ট্যান্টস? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও মানবজাতির জন্য বিপদের সঙ্কেত দিচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ হিসেবে পরিচয় দিয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য হোটেলে ফোন করে খোঁজ নিচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট। হোটেলের রিসেপশনিস্ট জানান, তিনিও এআই অ্যাসিস্ট্যান্ট। এরপর এই দুই এআই অ্যাসিস্ট্যান্ট নিজেদের মধ্যে গোপন কোনও সঙ্কেত বাক্যে কথা বলা শুরু করে দেয়। মানুষের শেখানো বাক্যের সঙ্গে যার কোনও মিল নেই। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকে বলতে শুরু করেছেন, এই ঘটনা মানবজাতির জন্য বিপদসঙ্কেত হতে পারে।

জিবার লিঙ্ক কী?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যাচ্ছে, যে এআই অ্যাসিস্ট্যান্ট ফোন করছে, সে বরিস স্টারকভ নামে এক ব্যক্তির হয়ে ফোন করছে বলার পরেই হোটেলের এআই অ্যাসিস্ট্যান্ট বলে, আরও ভালোভাবে কথা বলার জন্য জিবার লিঙ্ক মোডে যেতে যায়। অপর এআই অ্যাসিস্ট্যান্ট তাতে সম্মত হয়। এরপর এই দুই এআই অ্যাসিস্ট্যান্ট কী কথা বলছে, তা আর শোনা যাচ্ছে না। জিবার লিঙ্ক মোড কী, তা নিয়ে সবারই আগ্রহ তৈরি হয়েছে। দুই এআই অ্যাসিস্ট্যান্ট কী বলল, তা জানার কোনও উপায় নেই। তারা মানুষকে এড়িয়ে কীভাবে নিজেদের মতো করে চলছে, তা নিয়ে এখন বৈজ্ঞানিক মহলে আলোচনা চলছে।

 

 

মানুষকে ছাপিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা?

দুই এআই অ্যাসিস্ট্যান্টের এই কথোপকথনের পর প্রশ্ন উঠছে, তাহলে কি ভবিষ্যতে এই প্রযুক্তির ক্ষেত্রে আর মানুষের সাহায্য দরকার হবে না? এআই অ্যাসিস্ট্যান্ট কি নিজেদের মতো করে উন্নতি করছে? তাহলে ভবিষ্যতে কি মানুষকে ছাপিয়ে যাবে প্রযুক্তি? ইতিমধ্যেই এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন ইলন মাস্ক, জেফ্রি হিন্টন। তাঁদের মতে, এআই এজেন্টরা যদি নিজেদের মধ্যে স্বাধীনভাবে কথা বলতে শুরু করে, তাহলে প্রযুক্তি মানুষের হাতের বাইরে চলে যাবে। এবার ঠিক সেটাই হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মাত্র ৩০ ঘণ্টার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার অ্যাপ বাতিল করল অ্যাপেল! কারণ জানলে থমকে যাবেন

১ মাসের মধ্যে ৮০ লক্ষেরও বেশি ভারতীয়ের WhatsApp অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল! কেন?

স্প্যাম কল মেসেজ পাঠালে মোটা টাকা জরিমানা! কড়া সিদ্ধান্ত টেলিকম নিয়ন্ত্রক সংস্থার

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার