১৫ মিনিটে ডেলিভারি! কুইক কমার্সে নামছে Amazon, দেখে নিন কী কী মিলবে

ব্লিনকিট, জেপ্টো এবং সুইগির মতো প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই ভারতে কুইক ডেলিভারি পরিষেবা প্রদান করছে।

প্রতিযোগিতামূলক ই-কমার্স বাজারে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে Amazon। ব্লিনকিট, জেপ্টো এবং সুইগি ইন্সটামার্টের মতো প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই সক্রিয় থাকা কুইক-ডেলিভারি পরিষেবায় এবার যোগ দিচ্ছে Amazon। কিছুটা দেরিতে হলেও, সেরা পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন Amazon India-র ম্যানেজার সমীর কুমার।

Amazon India-র বার্ষিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন সমীর কুমার। Amazon-এর কুইক ডেলিভারি পরিষেবার নাম ‘টেস’ হবে বলে জানা গেছে। বর্তমানে ১৫ মিনিটের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ডেলিভারি করে ব্লিনকিট, জেপ্টো এবং সুইগি। এই প্রতিষ্ঠানগুলিকে টক্কর দিতেই Amazon-এর এই নতুন পদক্ষেপ। এই মাসের শেষের দিকে বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে পরিষেবাটি চালু করবে Amazon। দ্রুত ডেলিভারির জন্য ছোট ছোট গুদাম (ডার্ক স্টোর) তৈরি করবে বলে জানা গেছে। তবে কতগুলি ডার্ক স্টোর তৈরি হবে এবং বেঙ্গালুরুর বাইরে কোন কোন শহরে এই পরিষেবা পাওয়া যাবে, সে বিষয়ে কিছু জানায়নি Amazon।

Latest Videos

কুইক কমার্স ভারতে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। গ্রাহকদের দ্রুত ডেলিভারির চাহিদা বেড়েই চলেছে। Meta-র এক সমীক্ষা অনুযায়ী, ৯১% অনলাইন গ্রাহক কুইক ডেলিভারি প্ল্যাটফর্ম সম্পর্কে অবগত। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, যেমন: খাদ্যদ্রব্য, ব্যক্তিগত যত্নের সামগ্রী ইত্যাদি কুইক ডেলিভারি অ্যাপ থেকে বেশি কেনা হয়। 

ব্লিঙ্ক ইটের পর অ্যামাজন চালু করছে এই সুবিধা। এবার দ্রুত মিলবে সব কিছু। অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দরজায় হাজির হবেন ডেলিভারি বয়-রা। চোখের নিমেষে পেয়ে যাবেন এই সুবিধা। তাই দেরি না করে সুবিধা নিন এই ব্যবস্থার।

 

Share this article
click me!

Latest Videos

Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News