বড় ঘোষণা ভোডাফোন-আইডিয়ার, এবার ৫জি পরিষেবা চালু হচ্ছে মোট ১৭টি সার্কেলে

Published : Oct 20, 2024, 02:37 AM IST
বড় ঘোষণা ভোডাফোন-আইডিয়ার, এবার ৫জি পরিষেবা চালু হচ্ছে মোট ১৭টি সার্কেলে

সংক্ষিপ্ত

দেশের ৫জি প্রতিযোগিতায় নামছে ভোডাফোন আইডিয়া (ভিআই)। 

দেশের ৫জি প্রতিযোগিতায় নামছে ভোডাফোন আইডিয়া (ভিআই)। ১৭টি সার্কেলে ২০২৫ সালের মার্চের মধ্যে ৫জি পরিষেবা শুরু করবে বলে জানা গেছে। দিল্লি এবং মুম্বাইয়ে প্রথমে ভিআইয়ের ৫জি পরিষেবা চালু হবে। 

বর্তমানে দেশে বেসরকারি টেলিকম কোম্পানিগুলির মধ্যে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের ৫জি পরিষেবা রয়েছে। ৫জি ছাড়া একমাত্র বেসরকারি কোম্পানি ছিল ভোডাফোন-আইডিয়া। প্রতিযোগিতামূলক ভারতীয় বাজারে এই ঘাটতি পূরণের জন্য ভিআই তৎপরতা শুরু করেছে। ২০২৫ সালের মার্চের মধ্যে ১৭টি সার্কেলে ভোডাফোন আইডিয়া ৫জি পরিষেবা শুরু করবে। এর অংশ হিসেবে মুম্বাই এবং দিল্লিতে প্রথমে ভিআই ৫জি চালু হবে। ২০২৫ সালের মধ্যে ৯০ শতাংশ ভারতীয়দের ৪জি কভারেজ নিশ্চিত করার জন্যও ভিআই চেষ্টা করবে বলে কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তাকে উদ্ধৃত করে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে দেশে ৭৭ শতাংশ কভারেজ রয়েছে ভিআইয়ের।  

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা হল ভোডাফোন আইডিয়া। পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি ২৪,০০০ কোটি টাকা ইকুইটির মাধ্যমে ভিআই সংগ্রহ করেছে। এই অর্থের বেশিরভাগই ৫জি এবং ৪জি কভারেজ নিশ্চিত করতে ব্যবহার করা হবে বলে ভোডাফোন আইডিয়া আগেই জানিয়েছিল। আর্থিক সংকটের কারণে ভিআইয়ের ৫জি সম্প্রসারণ বিলম্বিত হয়েছিল। ট্যারিফ বৃদ্ধির পরে গ্রাহকদের একটি বড় অংশ ভিআই হারিয়েছিল। 

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের সাথে যৌথভাবে কর্ণাটক, বিহার এবং পাঞ্জাব সার্কেলে ভার্চুয়ালাইজড রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা করছে ভিআই। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার