BSNL Recharge: রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL সারা দেশে তাদের ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) পরিষেবা চালু করেছে। সেইজন্য কোনও অতিরিক্ত চার্জ বা আলাদা অ্যাপের প্রয়োজন নেই।
BSNL সারা দেশে তার ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) পরিষেবা ইতিমধ্যেই চালু করে দিয়েছে। মোবাইল সিগন্যাল দুর্বল বা না থাকলেও এই পরিষেবার মাধ্যমে ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে কল করা যাবে।
22
বিএসএনএল ওয়াইফাই কলিং
ওয়াই-ফাই কলিংয়ের মাধ্যমে, BSNL ব্যবহারকারীরা দুর্বল সেলুলার সিগন্যালেও নিরবচ্ছিন্ন ভয়েস কল করতে পারবেন। এই প্রযুক্তি কল করার পাশাপাশি মেসেজ পাঠাতেও সাহায্য করে। এর জন্য কোনো অতিরিক্ত চার্জ নেই।