Cyber Attack News: সাবধান! এই নম্বর থেকে ফোন এলেই সতর্ক হোন, পাকিস্তানি হ্যাকার নয় তো?

Published : May 13, 2025, 06:06 PM ISTUpdated : May 14, 2025, 12:32 AM IST
cyber attacks India

সংক্ষিপ্ত

Cyber Attack News: ভারত-পাক দ্বন্দ্ব কিছুটা হলেও মিটেছে। কারণ, যুদ্ধবিরতি মেনে নিয়েছে দুটি দেশই। 

Cyber Attack News: পাকিস্তানি হ্যাকারদের নিশানায় থাকতে পারেন ভারতের সাধারণ মানুষ। তবে এইসব কোনও বন্দুক বা গুলির বিষয় নয়। পাকিস্তান ক্রমাগত সাইবার হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর (pakistan cyber attack news)। 

ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে এই চেষ্টা চালাচ্ছে নির্লজ্জ পাকিস্তান। আর সেই মর্মেই এবার দেশের নিরাপত্তা সংস্থাগুলি একটি সতর্কবার্তা জারি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সাংবাদিক, সকলকেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।শুধুমাত্র ফোন কলই নয়, সন্দেহজনক ফাইল, লিঙ্ক, ভিডিও এবং হোয়াটসঅ্যাপ মেসেজ সোশ্যাল মিডিয়াতে পাঠানোর চেষ্টা চলছে (pakistan cyber attacks on india)। 

এই ফাইলগুলির মধ্যে কয়েকটির নাম 'tasksche.exe' যা কিনা ভাইরাসে ভরা।

আপনার ফোনে কি কেউ ফাঁদ পাতছে? 

নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, ভারতের নাগরিকদের বিশেষ করে সাংবাদিক এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের কাছে কিছু সন্দেহজনক ফোন আসতে শুরু করেছে। যেখানে ফোনের ওপার থেকে এক ব্যক্তি নিজেকে ভারতীয় সেনাবাহিনী বা কোনও গোয়েন্দা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং তারপর সেনাবাহিনী সম্পর্কিত তথ্য জানার চেষ্টা করছেন। অর্থাৎ, সংবেদনশীল বেশ কিছু তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা।       

কোন কোন নম্বর ফোন আসলে ব্লক করবেন?

যদি +917340921702-এর মত কোনও নম্বর থেকে ফোন আসে, তাহলে অবশ্যই সাবধান হয়ে যান। সাধারণত, সামনে +৯১ থাকলে এই নম্বরটি আদতে ভারতের বলে মনে হতে পারে। কিন্তু এটিতে ‘Spoofing Technology’ ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।  

অর্থাৎ, আসল ফোন নম্বরটি লুকানো রয়েছে এবং আরেকটি ভুয়ো নম্বর আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে। তাই ফোন আসলে, ওপার থেকে অজানা কোনও ব্যক্তি অপারেশন সিঁদুর সম্পর্কিত তথ্য জানতে চাইবেন আপনার থেকে। স্বাভাবিকভাবেই, কোনও কর্মকর্তা এইভাবে ফোনে সংবেদনশীল তথ্য জানতে চাইবেন না। কারণ, এটা দেশের নিরাপত্তা সম্পর্কিত বিষয়।

 

 

হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমেও হতে পারে হানা 

শুধু ফোনেই নয়, সন্দেহজনক ফাইল, কোনও লিঙ্ক, ভিডিও, হোয়াটসঅ্যাপ মেসেজও সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। আর এই ফাইলগুলির মধ্যে কয়েকটির নাম আবার ‘tasksche.exe’। যা কিনা পুরোটাই ভাইরাসে ভরা। এগুলি দেখতে স্বাভাবিক বলে মনে হলেও, আপনার ফোন কিংবা কম্পিউটার থেকে সমস্ত ডেটা লোপাট করে নেওয়ার ক্ষমতা রাখে এটি।

যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে

অপরিচিত কোনও নম্বর থেকে আসা ফাইল বা লিঙ্কে ক্লিক করবেন না।

.apk বা .exe-র মত ফাইল খুলে দেখার দরকার নেই। 

আপনার মোবাইল বা কম্পিউটারে ভালো অ্যান্টি ভাইরাস ব্যবহার করুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার