Ghibli Art-এ ভেসে সাইবার অপরাধীদের ফাঁদে পড়তেই পারেন, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Ghibli Art: নিজের ও পরিবারের মানুষদের ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ছবিকে কার্টুনের মত বানিয়ে নেওয়া যায়। সেটাই আপলোড করা যায় সোশ্যাল মিডিয়ায়।

 

Saborni Mitra | Published : Apr 3, 2025 11:02 PM
110
Ghibli Art

গোটা বিশ্বই গা ভাসাচ্ছে Ghibli Art-এর স্রোতে।

210
Ghibli Art কী

নিজের ও পরিবারের মানুষদের ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ছবিকে কার্টুনের মত বানিয়ে নেওয়া যায়। সেটাই আপলোড করা যায় সোশ্যাল মিডিয়ায়।

410
Ghibli Art-এ বিপদ

Ghibli Art-এ রয়েছে ঘোর বিপদ। সাবধান করেছেন সাইবার বিশেষজ্ঞরা।

510
Ghibli Artতে বিপদ

বিশেষজ্ঞদের কথায় Ghibli Art-এর মাধ্যমে আপনার ছবি আর তথ্য দ্রুত হাতে পেয়ে যেতে পারে সাইবার অপরাধীরা।

610
সুরক্ষিত রাখা জরুরি

Ghibli Art-র ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের কার্টুন ইমেজ বানাতে দিয়ে সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে ফেলতেই পারেন। কারণ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

710
শর্ত নেই

বিশেষজ্ঞদের কথায় যে ছবি আপলোড করছেন সেখান থেকে আপনার ছবি বা তথ্য অন্য কোথায় চলে যাবে না বা ছবি বিক্রি হবে না তেমন কোনও শর্ত দেওয়া নেই।

810
মুঠো ফোনে বিপদ

বিশেষজ্ঞদের কথায় মুঠো ফোনে আপনি যখন ছবি তোলেন তখনই আপনার ছবির সঙ্গে সম্পর্কিত তথ্য ফোনে থেকে যায়।

910
তথ্য হাত বদল

একইভাবে কেউ যখন তাঁর ছবি এআই প্ল্যাটফর্মে আপলোড করছে, ছবির ব্যাকগ্রাউন্ডের সেই তথ্যগুলি তো চলে যাচ্ছে এই প্ল্যাটফর্মগুলিতে।

1010
সার্ভার আমেরিকায়

জিবলি আর্ট তৈরি করতে গিয়ে নিজের ব্যক্তিগত ছবি দিয়ে ফেলছেন নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন এই জিবলি ইমেজের মেন সার্ভার রয়েছে আমেরিকায়। বিপুল পরিমাণ ছবি বা তথ্য কোন সার্ভারে গিয়ে জমা হচ্ছে তা এখনও কেউ জানে না। ফলে অজান্তেই ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে । বিশেষজ্ঞদের আশঙ্কা ডিপফেক, ফেক পর্নোগ্রাফি এমনকী ডার্ক ওয়েবেও বিক্রি হতে পারে ব্যক্তিগত ছবি। যে কোনও মুহূর্তে সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos