Gmail: ই-মেল আনসাবস্ক্রাইব করতে গিয়ে হ্যাকারদের ফাঁদে পড়েছেন? জানুন বাঁচার উপায়

Published : Jun 27, 2025, 09:38 PM ISTUpdated : Jun 27, 2025, 09:42 PM IST
Gmail Logo

সংক্ষিপ্ত

Email Hacking: 'Click here to unsubscribe' করতেই দেখছেন আপনার ফোন হ্যাক। যাবতীয় ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে। ই-মেল করে এখন এই নতুন কৌশলেই ফাঁদ পাতছে হ্যাকাররা। সচেতন থাকুন নিজেই। পরামর্শ থাকল এশিয়ানেট নিউজ বাংলায়।

Gmail Hacking: দিনের শুরুতে মেলবক্স খুলতেই চোখে পড়ে সাবস্ক্রিপশন রিনিউয়ালের রিমাইন্ডার, ওজন কমানোর অফার, চাকরির বিজ্ঞাপন, বা ওয়েবিনারে যোগ দেওয়ার অনুরোধের মতো নানা রকম ই-মেল (Email)। এমন ই-মেল দেখতে দেখতে বিরক্ত হয়ে আপনি হয়তো 'Unsubscribe' বাটনে ক্লিক করে ফেলেন। কিন্তু জানেন কি, এই সহজ এক ক্লিকেই আপনি প্রবেশ করতে পারেন হ্যাকারদের ফাঁদে? সম্প্রতি The Wall Street Journal-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, অনিরাপদ 'Unsubscribe' লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারী বিপজ্জনক ওয়েবসাইটে প্রবেশ করছেন। যেখানে তথ্য চুরি, ম্যালওয়্যার ইনস্টল বা ফিশিং অ্যাটাক হতে পারে। অথচ কিছু সাধারণ সতর্কতা মেনে চললেই এই ঝুঁকি থেকে নিজেকে বাঁচানো সম্ভব।

কীভাবে সাবধান থাকবেন?

১। ই-মেল অ্যাপের বিল্ট-ইন ‘Unsubscribe’ বাটন ব্যবহার করুন। Gmail, Outlook-এর মতো পরিষেবাগুলির নিজস্ব Unsubscribe অপশন ব্যবহার করুন। এটি নিরাপদ এবং ভেরিফায়েড।

২। সন্দেহজনক কোনও মেল দেখলে ‘Mark as Spam’ করুন। সরাসরি আনসাবস্ক্রাইব না করে ‘Report as spam’ অপশন ব্যবহার করলে ই-মেলটি আপনার ইনবক্সে আর আসবে না।

৩। 'Click here to unsubscribe' এর মতো কখনও কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক নয়। লিঙ্ক যদি সন্দেহজনক দেখায় বা অজানা সোর্স থেকে আসে, তাতে ক্লিক করবেন না।

৪। ফোনের প্রাইভেসি টুল ব্যবহার করুন। Apple-এর Hide My Email বা Chrome/Firefox-এর privacy extensions ব্যবহার করলে মূল ই-মেল অ্যাড্রেস সুরক্ষিত থাকবে।

৫। সবসময় ফোনের সফটওয়্যার আপডেট রাখুন। ই-মেল অ্যাপ, অ্যান্টি-ভাইরাস ও অপারেটিং সিস্টেম সবসময় আপডেটেড রাখলে নতুন ধরনের স্ক্যামের বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যায়।

হ্যাকারদের হাত থেকে বাঁচুন

হ্যাকাররা এখন প্রতারণার নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তাই সাধারণ মানুষের সতর্ক থাকা জরুরি। পুলিশের সাইবার অপরাধ বিভাগের পক্ষ থেকে নিয়মিত সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে। অসাবধানতাবশত সাইবার অপরাধীদের ফাঁদে পা না দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার