Jio Recharge: রিল্যায়েন্স জিও মাত্র ১১ টাকার একটি নতুন ডেটা প্ল্যান লঞ্চ করেছে। মুকেশ আম্বানির নেতৃত্বে জিও-র এই প্রিপেইড ডেটা প্ল্যানটির দাম মাত্র ১১ টাকা।
মাত্র ১১ টাকায় পাওয়া যাবে এই প্রিপেইড ডেটা প্ল্যান
এক কাপ চায়ের দামেই এবার রিচার্জ করতে পারেন। জিও এবার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ সুবিধা। মাত্র ১১ টাকায় পাওয়া যাবে এই প্রিপেইড ডেটা প্ল্যানটি। জরুরি ইন্টারনেট প্রয়োজনের জন্য এটি একটি বিশেষ প্ল্যান।
23
জরুরি ডাউনলোড বা অফিসের কাজ
কম খরচে বেশি ডেটার প্রয়োজনে এই প্ল্যানটি দারুণ কার্যকর। ১১ টাকার এই প্ল্যানে ১০ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়, যার বৈধতা ১ ঘণ্টা। জরুরি ডাউনলোড বা অফিসের কাজের জন্য এটি সেরা।
33
জিও-র এই প্ল্যানটি খুবই আকর্ষণীয়
এটি শুধু একটি ডেটা প্ল্যান। এটিতে কল বা এসএমএস সুবিধা নেই। মূল প্ল্যানের সঙ্গে এটি ব্যবহার করতে হবে। এয়ারটেলে অবশ্য এমন কোনও প্ল্যান নেই। জরুরি ডেটার জন্য জিও-র এই প্ল্যানটি খুবই আকর্ষণীয়।