Cardless Cash Withdrawl-ব্য়াঙ্ক অফ বরোদা নিয়ে এল ক্যাশ অন মোবাইলের সুবিধা,এটিএম কার্ড ছাড়াই তোলা যাবে টাকা

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে এসেছে টাকা তোলার নয়া পন্থা। এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা ৷ ব্যাঙ্কের তরফে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ক্যাশ অন মোবাইল ৷
 

একদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকা অনুযায়ী নতুন বছর অর্থাৎ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে বাড়ছে এটিএমের টাকা তোলার(Cash Withdrawl From ATM) খরচ। এতদিন পর্যন্ত যে খরচটা ছিল ২০ টাকা, সেটাই বেড়ে দাঁড়াবে ২১ টাকা। এদিকে আবার ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে এসেছে দুর্দান্ত এক সুযোগ। এবার থেকে এটিএম কার্ড ছাড়াই তোলা যাবে টাকা(cardless cash withdrawl)। অনেক সময় দেখা যায়, তাড়াহুড়োতে বা অন্য কোনও কারনবসত বাড়িতে এটিএম কার্ড বাড়িতে ভুলে ফেলে এসেছেন।  আর এর জেরে দরকার থাকলেও টাকা তুলতে সমস্যায় পড়তে হয়। তবে এখন থেকে সেসব অতীত। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ব্যাঙ্ক অফ বরোদা(bank Of Boroda) নিয়ে এসেছে টাকা তোলার নয়া পন্থা। এবার থেকে এটিএম(ATM card) বা ডেবিট কার্ড ছাড়াই এটিএম(ATM) থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা ৷ ব্যাঙ্কের তরফে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ক্যাশ অন মোবাইল (Cash on Mobile) ৷ এর জন্য গ্রাহকের ফোনে ব্যাঙ্ক অফ বরোদার(BOB) M-Connect Plus App থাকতে হবে ৷ এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অফ বরোদার(BOB) এটিএম থেকে টাকা তোলা যাবে(cardless cash withdrawl)। 

ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের কেবল BOB M-Connect Plus App খুলতে হবে। সেই সঙ্গে  কার্ডলেস ট্রানজাকশনের জন্য ওটিপি জেনারেট করতে হবে ৷ M-Connect Plus App এ লগইন করে প্রিমিয়াম পরিষেবা ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ক্যাশ অন মোবাইল পরিষেবায় ক্লিক করতে হবে। এবার আপনার অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে। তারপর ঠিক করতে হবে কত টাকা তুলতে চান। সেই সংখ্যাটা লিখে সাবমিট করতে হবে। রিকোয়েস্ট সাবমিট করার পর ব্যাঙ্ক অফ বরোদা থেকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠাতে হবে। এবার ওটিপির সঙ্গে নিকটবর্তী ব্যাঙ্ক অফ বরোদার এটিএমে যেতে হবে ৷ এটিএম স্ক্রিনে Cash on Mobile অপশন সিলেক্ট করতে হবে ৷ ওটিপি যেটা আপনার মোবাইলে এসেছে সেটা দিয়ে টাকার সংখ্যা দিয়ে সাবমিট করতে হবে ৷

Latest Videos

আরও পড়ুন-ATM-রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশিকা,এটিএমে টাকা তোলার ক্ষেত্রে লাগবে বাড়তি ১ টাকা,অতিরিক্ত মোট খরচ ২১ টাকা

আরও পড়ুন-Narendra Modi: এটিএম নয়, মোবাইল পেমেন্টেই ভরসা রাখছে ভারত, জানালেন মোদী

আরও পড়ুন-hdl-SBI ATM-শুরু করুন এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি ব্যবসা,মাসে উপার্জন করুন ৪৫ হাজার টাকা

বলা বাহুল্য, এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফেও এই পরিষেবা চালু করা হয়েছিল ৷ স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা YONO অ্যাপ ব্যবহার করে এটিএম থেকে কার্ড ছাড়া ক্যাশ তোলার সুবিধা পেয়ে থাকেন ৷ এবার সেই একই পথে হেঁটে এই পরিষেবা দিতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা। 
 

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন