আপনার ফোনেও কি অজান্তেই ডাউনলোড হয়েছে জেমিনি নামের এই অ্যাপ! জানেন কি এই অ্যাপ কী কাজ করে?

অ্যান্ড্রয়েড ফোনে অজান্তেই ডাউনলোড হয়ে যাওয়া জেমিনি অ্যাপ আসলে গুগলেরই আরও একটি অ্যাপ। এটি ব্যবহারকারীদের বিভিন্ন কাজে সাহায্য করে, যেমন কম্যান্ডে ফোন করা, তথ্য অনুসন্ধান ইত্যাদি।
deblina dey | Published : Dec 18, 2024 4:57 AM IST
111

Gemini app: এমটা কি আপনাপ ফোনেও হয়েছে যে আপনি জানেনও না কখন যেন আপনারই অজান্তে আপনার ফোনে ডাউনলোড হয়ে গিয়েছে জেমিনি নামের একটি অ্যাপ। 

211

বিশেষত যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের ফোনে এই অ্যাপ অজান্তেই ডাউনলোড হয়ে গিয়েছে।

311

এবার আপনার মনে সন্দেহ জাগতেই পারে 'কি এই অ্যাপ কেন এমনভাবে অজান্তেই বা মোবাইল ফোনে এভাবে ডাউনলোড হল? আমি তো করিনি?' 

411

আপনারও যদি এবার এমনটা মনে হচ্ছে তবে জেনে নিন এই জেমিনি অ্যাপ আসনে কী-

511

জেমিনি অ্যাপ হল আসলে গুগুল বা সিরি-র মতোই গুগলেরই আরও একটা আ্যাপ। 

611

যা আপনার অতি ব্যস্ত সময় আপনার অত্যন্ত ব্যস্ত সময়ে আপনার সবচেয়ে প্রয়োজনীয় বন্ধু হয়ে উঠতে পারে। 

711

এই অ্যাপ ওপেন করে আপনি তাঁকে ফোনের বিষয়ে বা কিছু জানার বিষয়ে আপনি লিখে বা মৌখিক জানতে পারেন। 

811

এছাড়া আরও অনেক চমকপ্রদ ফিচার রয়েছে এই অ্যাপের, যেগুলি আপনার ভালো লাগতে বাধ্য।

911

সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল আপনি খুব ব্যস্ত সময়ে কাউকে ফোন করতে চাইলে মৌখিকভাবে জেমিনিকে কমান্ড করলেই সে আপনার হয়ে উক্ত নম্বরে কল করে দেবে।

1011

আর আপনি মোবাইলে হাত না দিয়েই স্পিকারে সেই ব্যক্তির সঙ্গে সব কথা বলে নিতে পারবেন।

1111

তাও যদি আপনার মনে হয় যে আপনি এই অ্যাপ ফোনে রাখতে চান না তবে আপনি একে বাকি অ্যাপের মতোই আনইনস্ট করে দিতে পারবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos