Happy New Year: নতুন বছরের শুভেচ্ছায় আকর্ষণীয় হোয়াটসঅ্যাপ স্টিকার, জানুন ডাউনলোডের পদ্ধতি

কাউকে যদি একেবারে আলাদা ভাবে নববর্ষের শুভেচ্ছা (New Year Wish) জানাতে চান, তাহলে একবার হোয়াটস অ্যাপ আপডেট করলেই হবে।  হোয়াটস অ্যাপে এসেছে নতুন নতুন নিউ ইয়ার স্টিকার (New Year stickers) । যেগুলো পাঠাতে পারেন বন্ধু, অফিস কলিগ কিংবা পরিবারের সদস্যদের। 

লিখে লিখে চ্যাট (Chat) করতে সব সময় ভালো লাগে না। আবার অনেক সময় চ্যাটে লম্বা মেসেজ (Message) লেখার সময় হয় না। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে হোয়াটস অ্যাপ এনেছে রেকর্ডিং-এর (Rating) সুযোগ। আবার রেকর্ডিং করা কিংবা শোনার ক্ষেত্রেও নানা সমস্যা হয়। এক্ষেত্রে রয়েছে একাধিক স্মাইলি। স্মাইলি (Smile) বলতে শুধু হাসি কিংবা দুঃখর স্টিকার নয়। সেখানে রয়েছে বিস্তর বিভাজন। খাবারের একটা বিভাগ, অনুভূতির একটা, যানবাহনের বিভাগ একটা- রয়েছে আরও কিছু। বর্তমানে, স্টিকার মারফত কথপোকথন চালানো এখন লেটেস্ট ট্রেন্ডস (Latest Trends)। আপনি খুশি কিনা তা বোঝাতে কেউ ‘Happy’ লেখে না বরং হাসির স্মাইলি দেয়। এমন ঘটছে আজকাল। 

বর্তমানের এই ট্রেন্ডের কথা মাথায় রেখে, নতুন নতুন পরিবর্তন ঘটছে হোয়াটস অ্যাপে। আসছে নতুন নতুন ফিচারস (Features)। এগুলো পেতে অ্যাপটা একবার আপডেট করলেই হল। এবার নববর্ষের শুভাচ্ছে জানাতে ফের আপডেট (Updates) করুন হোয়াটস অ্যাপ (Whats app)। কাউকে যদি একেবারে আলাদা ভাবে নববর্ষের শুভেচ্ছা (New Year Wish) জানাতে চান, তাহলে একবার হোয়াটস অ্যাপ আপডেট করলেই হবে।  হোয়াটস অ্যাপে এসেছে নতুন নতুন নিউ ইয়ার স্টিকার। যেগুলো পাঠাতে পারেন বন্ধু, অফিস কলিগ কিংবা পরিবারের সদস্যদের। 
 
জেনে নিন কীভাবে ডাউনলোড (Download) করবেন হোয়াটস অ্যাপের নতুন নিউ ইয়ার স্টিকার। এর জন্য প্রথমে যেতে হবে গুগল প্লে-তে। সেখানে হোয়াটস অ্যাপের জন্য নতুন বছর ২০২২ স্টিকার (New Year 2022 Stricker) টাইপ করুন। স্টিকার অপশন চলে আসবে। এবার পছন্দ সই বেছে নিন। তবে কোনওটা বেছে নেওয়ার আগে রেটিং (Rating) দেখে নেবেন। যার রেটিং ভালো সেটা ডাউনলোড করাই উচিত। এতে ভালো ভালো স্টিকার পেয়ে যাবেন। সেখানে অ্যানিমেটড কিংবা কাস্টমাইজড দু ধরনের অপশন পাবেন। পছন্দ মতো একটা বেছে ডাউনলোড করুন। চাইলে সবটাই ডাউনলোড করতে পারেন। 

Latest Videos

আরও পড়ুন: Year Ender 2021: Redmi থেকে Samsung, এই বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন এক নজরে

আরও পড়ুন: Roundup 2021: বছরভর লঞ্চ হয়েছে একের পর এক মোবাইল, রইল ১০টি সেরা স্মার্ট ফোনের হদিশ

নতুন স্টিকার ডাউনলোড করলেই আপনার সব কাজ শেষ হয়ে গেল এমন নয়। দেখে নিন স্টিকারগুলো এসেছে কি না। এর জন্য সবার আগে হোয়াটস অ্যাপটি (Whataspp) খুলুন। টাইপিং বারে গিয়ে স্মাইলি (Smiley) অপশনে ক্লিক করুন। সেখানে দেখতে পারেন নতুন একটি অপশন। স্টিকারগুলো ডাউনলোড হলে, সেই জায়গায়ই চলে আসবে। এবার কাউকে শুভেচ্ছা জানাতে এর থেকে পছন্দ মতো একটা বেছে নিন। চিরাচরিত ভাবে গুগল থেকে ছবি ডাউনলোড করে না পাঠিয়ে, পাঠান এই স্টিকার। 
 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন