ইনস্টাগ্রামে 10k views হলেই পাবেন মোটা টাকা, মাসে আয় হবে সরকারি কর্মীদের থেকেও বেশি

সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে এখন আয় করা সম্ভব। ১০ হাজার ভিউয়ার্স পেলে প্রতি পোস্টে আয় ৩৭২৫ টাকা, মাসে ২ লাখের উপর! সরকারি চাকরির চেয়েও বেশি আয়ের সুযোগ।
Sayanita Chakraborty | Published : Dec 3, 2024 3:30 PM
110

সোশ্যাল মিডিয়ায় কম-বেশি সকলেই অ্যাক্টিভ। সময় পেলেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করে থাকেন অনেকে।

210

এবার শুধু টাইম পাস নয়। আয় করুন সোশ্যাল মিডিয়া থেকে। রোজ ৯ ঘন্টা অফিস করে যদি ক্লান্ত হয়ে যান। তাহলে আয়ের ভিন্ন পথ খুঁজে পেতে পারেন।

310

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে অনেকেই মোটা টাকা আয় করছে। চাইলে আপনিও কেরিয়ার গড়তে পারেন সোশ্যাল মিডিয়ায়।

410

ফোন স্ক্রল করতে অনেকেই নানান রিল দেখি। সেই সকল রিলে ১০k কিংবা ২০K কখনও বার তার বেশ views দেখি। রিল বানিয়ে পপুলার হয়েছেন অনেকেই।

510

সোশ্যাল মিডিয়া এই সকল রিল নির্মাতাদের যে শুধু ফেম দিয়েছে তা নয়। সঙ্গে দিচ্ছে মোটা টাকা। আজ রইল সেই তথ্য।

610

জানেন কি সোশ্যাল মিডিয়ায় শুধু রিল বানিয়েই মোটা টাকা আয় করা সম্ভব। জেনে নিন এটি রিল থেকে কত আয় হয়ে থাকে। প্রয়োজন কত ভিউয়ার্স।

710

ইনস্টাগ্রাম নিজেই তার ব্যবহারকারীদের ভিউয়ার্স সংখ্যার ভিত্তিকে সরাসরি টাকা দেয় না। বরং, টাকা মেলে প্রভাবশালী বিপণন, স্পনসর করা পোস্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং ও পণ্য বিক্রি করে অর্থ পেতে পারেন।

810

গড়ে ১০ হাজার ভিউয়ার্স বলে একটি অ্যাকাউন্ট প্রতি পোস্টে প্রায় ৪৪ ডলার উপার্জন করা সম্ভব। অর্থাৎ ৩৭২৫ টাকা আয় হতে পারে।

910

প্রতি সপ্তহে প্রায় ডলারে ৬১৬ এবং প্রতি মাসে ডলারে ২৬৪০। অর্থাৎ সপ্তাহে ৫২,১৬২ টাকা থেকে মাসে ২,২৩,৫৫৩।

1010

সেখানে সরকারি কর্মীরা মাসে অন্তত ৩০ থেকে ৪০ হাজার টাকা পেয়ে থাকেন। কিন্তু, আপনি যদি সে অর্থে রিল বানিয়ে খ্যাতি পেতে পারেন তাহলে মাসে লাখ টাকা পর্যন্ত আয় হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos