সারাদিন ধরে অপিরিচিত নম্বর থেকে এসেই চলেছে ফোন? এবার এক ক্লিকেই করুন সব বন্ধ

Published : Jan 07, 2025, 06:56 PM IST
phone call

সংক্ষিপ্ত

কিন্তু এই প্রযুক্তিকে অস্ত্র করেই হয়ে চলছে একাধিক প্রতারণা। 

বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষের হাতেই থাকে স্মার্টফোন। পৃথিবীর যে কোনও প্রান্তে থাকা বন্ধুও যেন নিমেষে নাগালের মধ্যে চলে আসে এর ডিভাইসটির সৌজন্যে।

কিন্তু এই প্রযুক্তিকে অস্ত্র করেই হয়ে চলছে একাধিক প্রতারণা। না বুঝেই অপরিচিত নম্বর থেকে আসা ফোন রিসিভ করে বহু মানুষ নানা সময়ে বিপদের মুখে পড়েন। অনেকের কাছেই প্রতিদিন প্রায় প্রচুর অপরিচিত নম্বর থেকে ফোন আসে। আর রিসিভ করলে কেউ লোন নেওয়ার প্রস্তাব দেন কিংবা কেউ আবার চাকরি বা অন্য কিছুর অফারও দিয়ে থাকেন।

অনেককে আবার লোন সংক্রান্ত ফোন করে রীতিমতো কড়া বার্তা দেওয়া হয়। কিন্তু এই ফোনগুলির নেপথ্যে অধিকাংশ ক্ষেত্রেই থাকে জালিয়াতরা। সবসময় অপরিচিত নম্বর দেখলেই অবশ্য তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। তাহলে কীভাবে এদের হাত থেকে বাঁচা সম্ভব?

তাই সবার আগে নজর দিতে হবে, কোন নম্বর থেকে সেই ফোনটি আসছে। যদি দেখেন কান্ট্রি কোডে +91 (ভারত) ছাড়া অন্য কিছু রয়েছে, তাহলে সেই ফোন অবশ্যই এড়িয়ে চলুন। বেশকিছু নম্বর রয়েছে, যেগুলি দেখলেই বোঝা যায় যে, আর পাঁচটা নম্বরের থেকে তা পরিষ্কার আলাদা। পারলে সেগুলিও এড়িয়ে যান। ভুলেও কল ব্যাক করার কথা ভাববেন না।

অনেকক্ষেত্রে আবার ট্রু কলারে দেখে নেওয়া যায় যে, কোন নম্বর থেকে ফোন আসছিল এবং সেটি কার। যদি সেটি স্প্যাম নম্বর হয়ে থাকে, তাহলেও সেটা দেখা যায়। এরপর ব্লক বা রিপোর্ট তো আপনার হাতেই রয়েছে। কিন্তু যে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, তা হল সতর্ক থাকতে হবে সবসময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

5G Growth in India: ৫জি ব্যবহারে আমেরিকাকে টপকে বিশ্বের মধ্যে দ্বিতীয় ভারত? স্বপ্নের 'ডিজিটাল ইন্ডিয়া'
Ban Gambling Apps: আবারও কেন্দ্রের ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক! একাধিক বেটিং অ্যাপ এবং ওয়েবসাইট নিষিদ্ধ