IBM Layoffs: এবার আইবিএমে কর্মী ছাঁটাই? বহুজাতিক সংস্থা থেকে চাকরি যাচ্ছে ২৭০০ জনের

Published : Nov 07, 2025, 04:46 PM IST
IBM Layoffs: এবার আইবিএমে কর্মী ছাঁটাই? বহুজাতিক সংস্থা থেকে চাকরি যাচ্ছে ২৭০০ জনের

সংক্ষিপ্ত

IBM Layoffs: আমেরিকান টেক জায়ান্ট আইবিএম এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭০০ জন কর্মী ছাঁটাই করটে চলেছে। অন্যান্য টেক জায়ান্ট অ্যামাজন এবং মেটার তরফে ছাঁটাই ঘোষণার পরেই, আইবিএম এবার এই পদক্ষেপ নিল। 

IBM Layoffs: অ্যামাজন এবং মেটা তো আগেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। তারপর আরও এক টেক জায়ান্ট সেই একই পথে হাঁটল (ibm layoffs news)। আইবিএম এবার তাদের ২৭০০ জন কর্মীকে ছাঁটাই করতে চলেছে (ibm layoffs 2025)। 

মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, আইবিএম এবার আমেরিকা থেকে প্রায় ২৭০০ জন কর্মী ছাঁটাই করবে। এটি আইবিএম-এর বিশ্বব্যাপী কর্মীদের মাত্র ১%। কোম্পানির রি-স্ট্রাকচারের অংশ হিসেবে এই ছাঁটাই করা হচ্ছে বলে খবর। আইবিএম এই ছাঁটাইয়ের খবর নিশ্চিত করলেও, সংস্থাটি জানিয়েছে যে, এর ফলে খুব অল্প সংখ্যক ওয়ার্ক ফোর্সই প্রভাবিত হবে।

ছাঁটাইয়ের পথে আইবিএম

বিশ্বের অন্যতম বড় টেক জায়ান্ট আইবিএম এবার আমেরিকার কর্মীদের সংখ্যা কিছুটা কমাচ্ছে। বিশ্বজুড়ে আইবিএম-এর প্রায় ২,৭০,০০০ কর্মী রয়েছে। তার মধ্যে ২৭০০ জন কর্মী, অর্থাৎ এই ছাঁটাইয়ের ফলে বিজনেস অপারেশনস খুব একটা প্রভাবিত হওয়ার কথা নয়। 

চলতি ২০২৫ সালের মধ্যে এই ছাঁটাই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নিয়েছে আইবিএম। কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপটি আমেরিকার কর্মীদের একটি ছোট অংশকে প্রভাবিত করবে। অপরদিকে, মার্কেট অ্যানালিস্টদের মতে, “আইবিএম-এর এই ছাঁটাই বড় বড় টেক কোম্পানিগুলির কর্মী সংখ্যা কমিয়ে পরিচালন ব্যয় কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দিকে ঝুঁকে পড়ারই একটি প্রবণতা।"  

কর্মীর সংখ্যা কমানো সত্ত্বেও, সংস্থাগুলির উৎপাদনশীলতা যাতে কমে না যায়, সেইদিকে সর্বদা খেয়াল রয়েছে ম্যানেজমেন্টের। লক্ষণীয় বিষয় হল, সম্প্রতি সফটওয়্যার আয়ের ১০% শতাংশ বৃদ্ধির রেকর্ড ছুঁয়ে ফেলেছে আইবিএম। ঠিক তারপরেই সংস্থার তরফ থেকে এই রি-স্ট্রাকচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, বাজারের নতুন এই রীতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং নয়া প্রযুক্তি গ্রহণের অংশ হিসেবেই আইবিএম-এর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যামাজন ও মেটার ছাঁটাই

গত অক্টোবর মাসে, অ্যামাজন ১৪,০০০ কর্মী ছাঁটাই করে। অন্যদিকে, মেটা তাদের এআই বিভাগ থেকে ৬০০ জন কর্মীর চাকরি গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মানব সম্পদের ওপর নির্ভরতা কমিয়ে অটোমেশন এবং এআই-এর ওপর ফোকাস করার জেরেই, টেক জায়ান্টরা এখন নতুন করে ছাঁটাই শুরু করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার