আমাকে কি বিয়ে করবে, চার বছর পূর্তিতে এমন প্রশ্নে জেরবার অ্যালেক্সা

আমরা সবাই জানি যে অ্যালেক্সা জীবন্ত নয়। এটি অ্যামাজনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট। 

আধুনিক প্রজন্মের অনেকেই বিবাহ নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী নন। অনেকেই লিভ ইন রিলেশনশিপে আগ্রহী। এতে মনে হতেই পারে যে হয়ত ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে বিয়ের মত সামাজিক বন্ধন। তবে তা ভুল প্রমাণ করেছেন ভারতীয়রা। ২০১৯ সালে অ্যালেক্সাকে (Alexa) ভারতীয়রা কী কী জিজ্ঞাসা করেছেন, তা জানলে অবাক হবেন। মোটামুটি আমরা সবাই জানি যে অ্যালেক্সা জীবন্ত নয়। এটি অ্যামাজনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট। 

সেই যন্ত্রের কাছে বিয়ের কথা জানতে চেয়েছেন অনেক ভারতীয়। জিজ্ঞাসা করেছেন অ্যালেক্সা উইল ইউ ম্যারি মি? অর্থাৎ অ্যালেক্সা (Alexa) তুমি কি আমাকে বিয়ে করবে? শুনে অবাক হচ্ছেন তো ? কিন্তু এটাই ঘটেছে। ২০১৯ সালে (2019) ভারতীয়রা (Indians) সর্বাধিক এই প্রশ্নই অ্যালেক্সার কাছে করেছে। এমনকী এটাও জিজ্ঞাসা করা হয়েছে যে অ্যালেক্সা নিজে কেমন রয়েছে (how she was doing)। 

Latest Videos

রিপোর্ট অনুযায়ী, আলেক্সা, ‘কেমন আছ?’ প্রতি মিনিটে আটবার জিজ্ঞাসা করা হয়েছিল। 'আলেক্সা, ক্যাসি হো?' প্রতি মিনিটে তিনবার জিজ্ঞাসা করা হয়েছিল। যেহেতু আলেক্সাও গান গাইতে পারে, এর ফলে একজন আদর্শ ভারতীয় মহিলা হিসেবে নাকি অ্যালেক্সাকে ভেবে নেওয়া হয়েছে। তাই একাধিক গানের অনুরোধ পায় সে। ভারতীয়রা তাকে গান গাইতে বলে। তাকে হনুমান চালিসা, ল্যাম্বারঘিনি, বেবি শার্ক ইত্যাদি গাইতে বলা হয়েছিল। প্রতি মিনিটে, অ্যালেক্সা এক হাজারেরও বেশি গানের অনুরোধ পায়। 

অ্যামাজন অ্যালেক্সা, যা কেবল অ্যালেক্সা নামে পরিচিত,  একটি ভার্চুয়াল সহকারী এআই যা অ্যামাজন তৈরি করেছে। এটি অ্যামাজন ইকো এবং অ্যামাজন ল্যাব ১২৬-এর তৈরি অ্যামাজন ইকো ডট স্মার্ট স্পিকারগুলিতে প্রথম ব্যবহৃত হয়েছিল। এটি ভয়েস ইন্টারঅ্যাকশন, মিউজিক প্লেব্যাক, কাজের তালিকা তৈরি, অ্যালার্ম সেট করা, পডকাস্ট স্ট্রিমিং, অডিওবুক বাজানো এবং আবহাওয়া, ট্রাফিক, খেলাধুলা এবং সংবাদের মতো অন্যান্য রিয়েল-টাইম তথ্য দিতে পারে। 

আরও পড়ুন-PNB New Rule-পিএনবি-র সেভিংস অ্যাকাউন্টে ১০ হাজার টাকা রাখা বাধ্যতামূলক, ১৫ জানুয়ারি থেকে জারি নয়া নিয়ম

আরও পড়ুন-লকডাউনে বড় ঘোষণা, সেভিংস অ্যাকাউন্টে বিপুল হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি

আরও পড়ুন-মাত্র ৪ টাকার বিনিময়ে ১০০ টাকা ক্যাশব্যক, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পেটিএমের দুর্দান্ত অফার

অ্যালেক্সা হোম অটোমেশন সিস্টেম হিসাবে নিজেকে ব্যবহার করে বেশ কয়েকটি স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে। ব্যবহারকারীরা অ্যালেক্সার দক্ষতা বাড়াতে পারেন। অ্যালেক্সার অতিরিক্ত কিছু স্কিল থার্ড পার্টি বিক্রেতাদের মাধ্যমে বাড়ানো হয়েছে। এতে সেটিংসে সাধারণত আবহাওয়ার প্রোগ্রাম এবং অডিও বৈশিষ্ট্যগুলির মতো অ্যাপ ইনস্টল করা যায়। 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata