টেলিকম ক্ষেত্রে ভারত নতুন রেকর্ড গড়েছে। বিশ্বের একাধিক দেশ 5G প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও, ভারত যেন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। মাত্র তিন বছরের মধ্যেই ভারত ৪০ কোটির বেশি 5G ব্যবহারকারীর দেশে পরিণত হয়েছে। আমেরিকা এবং ইউরোপকে কার্যত, পিছনে ফেলে দিয়ে ভারতবর্ষের এই ডিজিটাল বিপ্লব সম্পর্কে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বেশ আকর্ষণীয় মন্তব্য করেছেন।
25
ভারতে 5G রেকর্ড
এই অসাধারণ রেকর্ড বৃদ্ধিতে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G বাজারে পরিণত হয়েছে। আমেরিকা, ইউরোপ ও জাপানকে পিছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেছে ভারত। তবে বিশ্বের বৃহত্তম 5G ব্যবহারকারীর দেশ হল চিন, যেখানে মোট ১১০ কোটি ব্যবহারকারী রয়েছেন।
35
তিন বছরে অভাবনীয় রেকর্ড
গত ২০২২ সালের অক্টোবর মাসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে দেশের মধ্যে 5G পরিষেবা চালু করেন। দ্রুত পরিকাঠামো এবং সস্তা দামে ডেটার কারণে, ভারত মাত্র তিন বছরের মধ্যেই এই সাফল্য অর্জন করেছে। আমেরিকা অনেক পিছিয়ে, সেখানে মাত্র ৩৫ কোটি মানুষ 5G পরিষেবা ব্যবহার করেন।
সাধারণত প্রযুক্তি শহরগুলিতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এবার 5G গ্রামীণ এলাকাতেও দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে গ্রামীণ সংযোগ দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে 5G ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে।
55
5G নয়, ভারতের লক্ষ্য এখন 6G
কেন্দ্রীয় সরকার এখন 'ভারত 6G মিশন'-এর মাধ্যমে 6G প্রযুক্তি গবেষণায় নিযুক্ত। 5G-এর পর এখন কম সময়ে, 6G প্রযুক্তিও তৈরি করছে ভারত। প্রযুক্তি ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষ দেশগুলির থেকেও এগিয়ে রয়েছে।