৬০১ টাকায় এখন থেকে বছরব্যাপী আনলিমিটেড ৫জি পরিষেবা, জিওর বিশেষ অফার

তবে এই রিচার্জ প্ল্যানের কিছু শর্তাবলী আছে, সেটা মনে রাখা জরুরি।

দেশের বৃহত্তম বেসরকারি টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও নতুন প্রিপেইড ৫জি প্ল্যান চালু করেছে। ৬০১ টাকায় বছরব্যাপী আনলিমিটেড ৫জি দেওয়া হবে এই আপগ্রেড ভাউচারে। বর্তমান প্ল্যানে ৫জি ব্যবহারের যোগ্যতা নেই এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই রিচার্জ চালু করা হয়েছে। 

মাত্র ৬০১ টাকায় বছরব্যাপী আনলিমিটেড ৫জি ডেটা শুনলে অনেকেই অবাক হতে পারেন। তবে এমনই একটি অফার এনেছে রিলায়েন্স জিও। এটি একটি ৫জি আপগ্রেড ভাউচার এবং শুধুমাত্র যোগ্য জিও ব্যবহারকারীরাই এটি পাবেন। মূলত ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জকারীদের জন্য এই আপগ্রেড ভাউচার। ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেয় রিলায়েন্স জিও।

Latest Videos

জুলাই মাসে ট্যারিফ বৃদ্ধির পর জিও ৫জি অফারে পরিবর্তন এনেছিল। বর্তমানে দৈনিক ২ জিবি বা তার বেশি ডেটার প্ল্যান যাদের আছে, তারাই আনলিমিটেড ৫জি জিও পান। তবে যদি আপনার ২৯৯ টাকার দৈনিক ১.৫ জিবি ডেটার প্ল্যান থাকে, তাহলে ৬০১ টাকায় আপগ্রেড করলে বছরব্যাপী ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। 

মাইজিও অ্যাপ বা জিও ওয়েবসাইটে গিয়ে ৬০১ টাকায় রিচার্জ করতে হবে। এটি একটি প্রোমোশনাল অফার, তাই কতদিন এই রিচার্জ প্ল্যান পাওয়া যাবে তা নিশ্চিত নয়। দেশের বৃহত্তম বেসরকারি টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও নতুন প্রিপেইড ৫জি প্ল্যান চালু করেছে। ৬০১ টাকায় বছরব্যাপী আনলিমিটেড ৫জি দেওয়া হবে এই আপগ্রেড ভাউচারে। বর্তমান প্ল্যানে ৫জি ব্যবহারের যোগ্যতা নেই এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই রিচার্জ চালু করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
আমজনতার উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বক্তব্য, দেখুন সরাসরি
'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে Mamataকে আক্রমণ Suvendu-র
‘Sanatani-দের ঐক্যবদ্ধ থাকতেই হবে!’ বেলডাঙ্গাতে সীতা রাম মন্দির উদ্বোধনে বার্তা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী