৬০১ টাকায় এখন থেকে বছরব্যাপী আনলিমিটেড ৫জি পরিষেবা, জিওর বিশেষ অফার

Published : Nov 21, 2024, 02:50 AM IST
৬০১ টাকায় এখন থেকে বছরব্যাপী আনলিমিটেড ৫জি পরিষেবা, জিওর বিশেষ অফার

সংক্ষিপ্ত

তবে এই রিচার্জ প্ল্যানের কিছু শর্তাবলী আছে, সেটা মনে রাখা জরুরি।

দেশের বৃহত্তম বেসরকারি টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও নতুন প্রিপেইড ৫জি প্ল্যান চালু করেছে। ৬০১ টাকায় বছরব্যাপী আনলিমিটেড ৫জি দেওয়া হবে এই আপগ্রেড ভাউচারে। বর্তমান প্ল্যানে ৫জি ব্যবহারের যোগ্যতা নেই এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই রিচার্জ চালু করা হয়েছে। 

মাত্র ৬০১ টাকায় বছরব্যাপী আনলিমিটেড ৫জি ডেটা শুনলে অনেকেই অবাক হতে পারেন। তবে এমনই একটি অফার এনেছে রিলায়েন্স জিও। এটি একটি ৫জি আপগ্রেড ভাউচার এবং শুধুমাত্র যোগ্য জিও ব্যবহারকারীরাই এটি পাবেন। মূলত ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জকারীদের জন্য এই আপগ্রেড ভাউচার। ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেয় রিলায়েন্স জিও।

জুলাই মাসে ট্যারিফ বৃদ্ধির পর জিও ৫জি অফারে পরিবর্তন এনেছিল। বর্তমানে দৈনিক ২ জিবি বা তার বেশি ডেটার প্ল্যান যাদের আছে, তারাই আনলিমিটেড ৫জি জিও পান। তবে যদি আপনার ২৯৯ টাকার দৈনিক ১.৫ জিবি ডেটার প্ল্যান থাকে, তাহলে ৬০১ টাকায় আপগ্রেড করলে বছরব্যাপী ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। 

মাইজিও অ্যাপ বা জিও ওয়েবসাইটে গিয়ে ৬০১ টাকায় রিচার্জ করতে হবে। এটি একটি প্রোমোশনাল অফার, তাই কতদিন এই রিচার্জ প্ল্যান পাওয়া যাবে তা নিশ্চিত নয়। দেশের বৃহত্তম বেসরকারি টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও নতুন প্রিপেইড ৫জি প্ল্যান চালু করেছে। ৬০১ টাকায় বছরব্যাপী আনলিমিটেড ৫জি দেওয়া হবে এই আপগ্রেড ভাউচারে। বর্তমান প্ল্যানে ৫জি ব্যবহারের যোগ্যতা নেই এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই রিচার্জ চালু করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার