সস্তার হল Jio, স্বল্প বিনিয়োগে মিলবে প্রতিদিন ২ জিবি নেট সঙ্গে আনলিমিটেড কল, তাও ৯০ দিনের জন্য

Published : Apr 15, 2025, 10:53 AM IST

জিও গ্রাহকদের জন্য সুখবর! এবার 749 টাকার রিচার্জে পাওয়া যাবে প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কল। JioTv, JioCinema, JioCloud এর সুবিধা তো থাকছেই।

PREV
110

ফের ভালো খবর গ্রাহকদের জন্য। এবার সস্তা হল জিও। এবার স্বল্প বিনিয়োগে পাবেন প্রতিদিন ২ জিবি নেট সঙ্গে মিলবে আনলিমিটেড কল।

210

সদ্য ক্রমে বেড়ে চলেছে ফোনের খরচ। বাড়ছে রিচার্জের খরচ।

410

এবার গ্রাহকদের কথা মাথায় রেখে জিও নিয়ে এল নতুন প্ল্যান। আর অধিক বিনিয়োগ নয়।

510

কম বিনিয়োগ করলে মিলবে ভালো প্ল্যান। ইন্টারনেট এবং কল সবই থাকবে ফ্রি।

610

সদ্য ৯০ দিনের একটি রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। যাতে রোজ মিলবে ২ জিবি করে।

710

এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি অর্থাৎ মোট ১৮০ জিবি নেট ফ্রি। তেমনই আছে আনলিমিটেড ভয়েস কল।

810

এর সঙ্গে মিলবে রোজ ১০০ টি করে এসএমএস। মিলবে JioTv, JioCinema, JioCloud বিনামূল্যে।

910

মাত্র ৭৪৯ টাকা খরচ করে পেতে পারেন এই রিচার্জ প্ল্যানটি। jio.com -এ গিয়ে রিচার্জ করে নিন।

1010

মাত্র ৭৪৯ টাকা খরচ করে ৯০ দিনের জন্য পান প্রতিদিন ২ জিবি নেট সঙ্গে মিলবে আনলিমিটেড কল।

click me!

Recommended Stories