110

এই ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
তাছাড়া JioMart থেকেও ফোনটি কেনা যাবে।
210
সেইসঙ্গে, Jio Cinema সাপোর্টও রয়েছে এই ফোনে
JioBharat K1 Karbonn 4G কিপ্যাড ফিচার ফোনের দাম কিন্তু অনেকটাই কমে গেছে।
310
বর্তমানে এই Reliance Jio ফোনটি মাত্র ৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে
একইসঙ্গে, কিপ্যাড ফোনটির কালো এবং লাল রঙের ভার্সনগুলি Amazon India-তে ৯৩৯ টাকাতে লিস্টেড রয়েছে।
410
Amazon India ছাড়াও, ব্যবহারকারীরা এই ফোনটি JioMart থেকেও কিনতে পারবেন
Jio Bharat K1 স্মার্টফোনে ০.০৫ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
510
অন্যদিকে, Jio-লক করা একটি ন্যানো সিমই কেবল ফোনে ব্যবহার করা যাবে
এই ফোনের ব্যাটারি ব্যাকআপ ১০০০mAh।
610
ফোনটিতে 4G নেটওয়ার্ক থাকবে
এতে, আপনি Jio TV, Jio Sound Pay, JioSaavn সহ Jio Pay ব্যবহার করতে পারবেন।
710
ডিসপ্লে ১.৭৭ ইঞ্চি, যা ৭২০ পিক্সেল রেজোলিউশন দিতে সক্ষম
ছবি তোলার জন্য এই ফোনে ডিজিটাল ক্যামেরাও রয়েছে। Jio-র এই ফিচার ফোনটিতে মোট ২৩ টি ভাষা অ্যাসেম্বল করা রয়েছে। তাছাড়া FM রেডিও থাকবে। সাপোর্টও পাবেন।
810
JioBharat V3 4G
Jio-র এই ফিচার ফোনটি Amazon India-তে ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটি আবার ০.১৩ জিবি স্টোরেজ নিয়ে হাজির গ্রাহকদের জন্য।
910
ডিসপ্লে ১.৮ ইঞ্চি এবং Threadx RTOS অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে
সঙ্গে পরিষ্কার ভয়েস কলিং, লাইভ টিভি চ্যানেল এবং UPI পেমেন্টের সুবিধাও থাকছে।