Published : Nov 25, 2024, 03:42 PM ISTUpdated : Nov 25, 2024, 07:36 PM IST
সোশ্যাল মিডিয়া বর্তমানে আয়ের অন্যতম মাধ্যম। ইউটিউবে ভিডিও বানিয়ে আয় করার কিছু শর্ত আছে, যেমন ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ভিউ। বিজ্ঞাপন, মেম্বারশিপ, সুপার চ্যাট, ইউটিউব প্রিমিয়াম এবং পণ্য রিভিউ ইত্যাদি উপায়ে ইউটিউব থেকে আয় করা যায়।
এবার ঘরে বসে ভিডিও বানিয়ে আয় করুন হাজার হাজার টাকা। সঠিক পদ্ধতি মেনে চললে এই আয় লক্ষ টাকাও হতে পারে। জেনে নিন কীভাবে।
215
বর্তমানে আয়ের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায়র দৌলতে মোটা টাকা আয় করছেন অনেকেই।
315
কেউ রিল বিয়ে আয় করছেন তো কেউ আয় করছেন ভিডিও বানিয়ে। তবে, জানেন কি YouTube থেকে কীভাবে আসে টাকা? ভিডিও বানালেই কি আয় হবে? সাবস্ক্রাইবার কিংবা বিজ্ঞাপন থেকে আয়ের কথা সকলের জানা। জেনে নিন আর কোন পদ্ধতিতে হয় আয়।
415
আসলে ইউটিউবে অর্থ উপার্জনের কিছু শর্ত আছে। যেমন সবার আগে আপনার ১০০০ জন সাবস্ক্রাইবার হতে হবে। তেমনই ৪০০০ ঘন্টা ভিউ থাকতে হবে।
515
তিন মাসে ইউটিউব শর্টসে ১০ লক্ষ ভিউ থাকা দরকার। তেমনই কোনও ধরনের কপিরাইট বা কমিউনিটি স্ট্যান্ডার্ড স্ট্রাইক যেন না থাকে।
615
এই সকল শর্ত মেনে চললে ইউটিউব থেকে আপনার আয় হবে। এখন প্রশ্ন হল YouTube থেকে কীভাবে আসে টাকা?
715
ইউটিউবে একটি ভিডিও পোস্ট করলেই যা আপনার ব্যাঙ্কে মোটা টাকা ঢুকবে তা নয়। এই পাঁচ ভাবে টাকা ঢোকে ইউটিউব থেকে।
815
বিজ্ঞাপনের মাধ্যমে ইউটিউব থেকে আয় করতে পারনে। ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে বিজ্ঞাপন যোগ করুন। এর থেকে আয় হবে।
915
দর্শকেরা যদি টাকা খরচ করে আপনার চ্যানেলের মেম্বারশিপ নেয়, তাহলে তার থেকে আয় হতে পারে। বিশেষ পদ্ধতিতে এই মেম্বারশিপের বিষয় অ্যাড করা যায়। এতে তেমন সময় লাগে না।
1015
সুপার চ্যাট এবং সুপার স্টিকার থেকে আয় হয়। ভিডিও দেখার সময় দর্শকরা স্টিকার কিনতে পারেন। তাঁরা আপনার কমেন্ট সেকশনে কাস্টমাইজড কমেন্ট করতে পারবে।
1115
ইউটিউব প্রিমিয়াম মেম্বাররা আপনার যদি ভিডিও দেখেন তাহলে সাবস্ক্রিপশনের কিছুটা অংশ আপনি পাবেন।
1215
পণ্যের রিভিউ ভিডিও থেকে আয় হয়। পণ্যের রিভিউ ভিডিও করে আপনি পোস্ট করলেন। এবার কমেন্টে সেই পণ্যের লিঙ্ক দিন। যদি সেই লিঙ্ক দেখে কেউ পণ্যটি কেনে তাহলে ১০ শতাংশ আয় করবেন।
1315
বর্তমানে অনেকেই ইউটিউব ভিডিও বানিয়ে আয় করেন। আপনিও চাইলে এই পদ্ধতি মেনে চলুন।
1415
আকর্ষণীয় ক্যাপশন, ট্রেন্ডিং ও আকর্ষণ টপিক দ্রুত দর্শকদের আকর্ষণ করবে। আপনার ভিডিওর রিচ যত বাড়বে তত বাড়বে ভিউয়ার্স সংখ্যা। তখন বাড়বে সাবস্ক্রাইবার।
1515
এক হাজার জন সাবস্ক্রাইবার হলেই আপনার আয় শুরু হবে। তেমনই সাবস্ক্রাইবার বাড়ার সঙ্গে বাড়বে আয়।