
Laptop care in rainy season: বৃষ্টি হোক বা দুর্ঘটনাবশত জল পরে ল্যাপটপ ভিজে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও ব্যয়বহুল। আর অফিসের ল্যাপটপ হলে তো সর্বনাশ। ভুলের মাশুল গুণতে দায়িত্বহীনতার বদনাম। ইলেকট্রনিক ডিভাইস জলের সংস্পর্শে আসা মানেই শর্ট সার্কিট, হার্ডওয়্যারের ক্ষতি, এমনকি ডেটা লস পর্যন্ত হতে পারে। তাই এমন পরিস্থিতিতে তৎক্ষণাৎ কিছু সঠিক ও প্রাথমিক পদক্ষেপ নিলে বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়। নিচে ল্যাপটপ ভিজে গেলে কি কি করতে হবে তা বিস্তারিত দেওয়া হলো।
১। দ্রুত বন্ধ করে চার্জার খুলে ফেলুন
ল্যাপটপ বৃষ্টিতে ভিজে গেলে প্রথমেই পাওয়ার অফ করে দিন। যদি চার্জারে লাগানো থাকে, সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন। ভেজা অবস্থায় ইলেকট্রিক সংযোগ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।
২। ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ খুলে ফেলুন
যদি আপনার ল্যাপটপের ব্যাটারি অপসারণযোগ্য হয়, তবে তা খুলে ফেলুন। পাশাপাশি হার্ডডিস্ক, র্যাম ও অন্যান্য খোলা অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে আলাদা রাখুন।
৩। শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে মুছুন
ল্যাপটপের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশে যতটা সম্ভব পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি প্রবেশ করে থাকলে তা পরিষ্কারভাবে লক্ষ্য করুন।
৪। উল্টে রেখে শুকাতে দিন
ল্যাপটপটিকে উল্টো করে, অর্থাৎ কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভেতরের পানি বের হয়ে আসতে পারে। একটি শুকনো, বায়ুচলাচলযুক্ত স্থানে রাখাই উত্তম।
৫। হেয়ার ড্রায়ার বা চালের ড্রামে রাখার সতর্কতা
অনেকে ভেজা ল্যাপটপ ফোনের মতই হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে চান, কিন্তু এতে অতিরিক্ত তাপ ল্যাপটপের অংশগুলোর ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাপটপের ভিজে যাওয়া অংশ চালচুলো না খুলেই ড্রাই রাইসে রেখে দেওয়া হয়—এটি মোবাইল ফোনের ক্ষেত্রে কিছুটা কার্যকর হলেও ল্যাপটপের জন্য ততটা নয়।
* ভেজা অবস্থায় ল্যাপটপ চালু করবেন না। * চার্জার সংযুক্ত করবেন না। * সম্ভব হলে বিশেষজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।