আজকাল মোবাইল ছাড়া কাউকেই দেখা যায় না। স্মার্টফোনের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। অনেক কাজ মোবাইলে মিনিটের মধ্যেই করে ফেলা যায়। মোবাইল ব্যবহারের পাশাপাশি সেটির যত্ন নেওয়াও জরুরি।
26
ফোনের ব্যবহার
আজকের তরুণ প্রজন্ম দিনের বেশিরভাগ সময় গেম খেলা, সিনেমা দেখা ইত্যাদি কাজে স্মার্টফোন ব্যবহার করে। বয়স্করা ইউটিউব, ইনস্টাগ্রাম ব্যবহার করেন। ফলে বারবার চার্জ করার প্রয়োজন হয়। তাই চার্জিং সংক্রান্ত কিছু বিষয় জেনে রাখা জরুরি।
36
২ বছর পর্যন্ত ব্যবহার করা যায়
স্মার্টফোন সঠিকভাবে ব্যবহার করলে ২ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। অন্যথায় ৬ মাসের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত ব্যবহারে ফোন গরম হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বিস্ফোরণের সম্ভাবনাও থাকে। এই বিপদ এড়াতে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ব্যাটারি ব্যবহারের সময় কিছু টিপস মেনে চলা উচিত।
46
ব্যাটারির মান, চার্জিং সুবিধা
মোবাইলের সুষ্ঠু কার্যকারিতার জন্য ব্যাটারি অপরিহার্য। ব্যাটারি ছাড়া ফোন চালুই হয় না। মোবাইল কেনার সময় ব্যাটারির মান, চার্জিং সুবিধা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা উচিত। চার্জ করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন।
56
চার্জ করার সময় লক্ষ্যণীয় বিষয়
স্মার্টফোনে কত শতাংশ চার্জ রাখা উচিত, তা অনেকেই জানেন না। এটি জানা থাকলে অনেক সমস্যার সমাধান হয়। অনেকে মনে করেন ১০০% চার্জ রাখা উচিত। তাই তারা বারবার চার্জ করেন। আবার কেউ কেউ ১% না হওয়া পর্যন্ত চার্জ করেন না। কোনটি সঠিক? বিশেষজ্ঞদের মতে, ২০% চার্জ থাকা অবস্থায় চার্জ করা উচিত। ১০০% না করে ৮০-৯০% চার্জ করাই ভালো। এতে ব্যাটারির ক্ষতি কম হয়।
66
ব্যটারি শেষ পর্যন্ত অপেক্ষা
বিশেষজ্ঞদের মতে, চার্জ করার আগে ফোনের ব্যাটারি সম্পূর্ণ শেষ হওয়া উচিত। কিন্তু এটা সবসময় করলে ব্যাটারির ক্ষতি হয়। ব্যাটারি ভালো রাখতে ২০% চার্জ থাকতেই চার্জে দেওয়া উচিত। ১০০% না করে ৮০-৯০% চার্জ করাই যথেষ্ট। এই নিয়ম মেনে চললে ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। বারবার চার্জ করলে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।