স্মার্টফোনে কত শতাংশ চার্জ রাখা উচিত, তা অনেকেই জানেন না। এটি জানা থাকলে অনেক সমস্যার সমাধান হয়। অনেকে মনে করেন ১০০% চার্জ রাখা উচিত। তাই তারা বারবার চার্জ করেন। আবার কেউ কেউ ১% না হওয়া পর্যন্ত চার্জ করেন না। কোনটি সঠিক? বিশেষজ্ঞদের মতে, ২০% চার্জ থাকা অবস্থায় চার্জ করা উচিত। ১০০% না করে ৮০-৯০% চার্জ করাই ভালো। এতে ব্যাটারির ক্ষতি কম হয়।