বাজার কাঁপাবে মোটো জি৩৫? ভারতে আসতে চলেছে দ্রুততম ৫জি ফোন, রইল বিস্তারিত

১০,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন হতে চলেছে এটি।

মোটোরোলার জি সিরিজের নতুন স্মার্টফোন ডিসেম্বর ১০ তারিখে ভারতে লঞ্চ হবে। ভারতে লঞ্চের আগে মোটো জি৩৫ ৫জি ই-কমার্স ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। মোটোরোলার দাবি, এই সেগমেন্টের দ্রুততম ৫জি স্মার্টফোন হবে মোটো জি৩৫। 

ডিসেম্বর ১০ তারিখে মোটো জি৩৫ ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে। সাধারণ ডিজাইন এবং আকর্ষণীয় দামে আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে মোটো জি৩৫ আসছে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত জি৩৪ ৫জির উত্তরসূরি হবে মোটো জি৩৫। ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে জি৩৫ এর দাম হবে বলে আশা করা হচ্ছে। পূর্বসূরি জি৩৪ থেকে বৈশিষ্ট্যগুলিতে তেমন কোনও পরিবর্তন আশা করা হচ্ছে না। তবে দুটি নতুন রঙের ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে।

Latest Videos

৬.৭ ইঞ্চি ১২০Hz ফুল এইচডি+ ডিসপ্লেতে আসছে মোটো জি৩৫ ৫জি। ১০০০ নিটস হবে পিক ব্রাইটনেস। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর সমন্বয়ে গঠিত হবে ক্যামেরা ইউনিট। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। ২০ ওয়াটস ফাস্ট চার্জিং সুবিধাসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে ফোনটিতে। জল থেকে সুরক্ষার জন্য আইপি৫২ রেটিং পেয়েছে জি৩৫। ডলবি অ্যাটমস সমর্থিত দ্বৈত স্টিরিও স্পিকার থাকায় মোটো জি৩৫ গ্রাহকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে। 

ভারতে লঞ্চের আগে মোটো জি৩৫ ৫জি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে তালিকাভুক্ত হয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla
'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে', নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক Narendra Modi
এবার পড়বে হাড়কাঁপানো ঠাণ্ডা! কবে থেকে? জানাল আলিপুর হাওয়া অফিস | Weather Update Today
এ কী ভয়ানক দৃশ্য! ঘর ভেঙে ঢুকে গেল আস্ত গাড়ি, আতঙ্কে South 24 Parganas-এর Basanti | South 24 Pargana
Firhad Siddiqullah-র মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! #shorts #shortsvideo #shortsviral #shortsfeed