নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার

Published : Dec 04, 2025, 10:48 PM IST
Mahavatar Narsimha movie ott release through netflix from today

সংক্ষিপ্ত

ওটিটি মঞ্চ হিসেবে নেটফ্লিক্সের জনপ্রিয়তা বেড়েই চলেছে। কেবল মোবাইল নয়, সাধের স্মার্ট টিভির বড় পর্দাতেও জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সার্ভিসের পরিষেবা মেলে। কিন্তু অধিকাংশ স্মার্ট টিভিতে এবার কাস্টিং অপশন বন্ধ করে দিয়েছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্স এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। তবে এবার এই নেত্রিক্সের মোবাইল পরিষেবায় এক খারাপ খবর রয়েছে। কারণ শুধুমাত্র মোবাইল নয় সাধের স্মার্ট টিভির বড় পর্দা তো জনপ্রিয় ভিডিও স্ক্রিমিং সার্ভিস পরিষেবা এটি। কিন্তু অধিকাংশ স্মার্ট টিভিতেই এবার কাস্টিং অপশন বন্ধ করে দিয়েছে, নেটফ্লিক্স। যার ফলে মন খারাপ হয়েছে ইউজারদের।

তাহলে এখন কী উপায়? স্মার্ট টিভিতে অনলাইন স্ট্রিমিং ভিডিও দেখা হল এক জনপ্রিয় উপায়ে কাজ। যদিও এই ফিচারটি রয়েছে। শুধুমাত্র নেটফ্লিক্সের কনটেন্ট ও তার সাহায্যে টিভির পর্দায় দেখার উপায় নেই। কেননা ইতিমধ্যেই নেটফ্লিক্স (Netflix) ওই অপশনকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্য, যাতে স্পেশ্যাল প্ল্যান যাঁদের কাছে, তাঁরা সেটির অপব্যবহার না করতে পারেন।

এছাড়াও মোবাইল ল্যাপটপ ও টিভি স্ক্রিনিং এর নানান প্ল্যান নেটফ্লিক্সে রয়েছে। কেবল থার্ড পার্টির ডিভাইসের মাধ্যমে কাস্টিং কে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। নেটফ্লিক্সের সাপোর্ট পেজে গেল এই পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষ করা যাবে। পাশাপাশি সেখানে পরিষ্কার বলা হয়েছে, যদি কারোর টিভির স্ট্রিমিং ডিভাইস বা টিভি রিমোট থাকে তাহলে তিনি নেটফ্লিক্স অ্যাপটি ছোটপর্দায় দেখতে পাবেন। এর জন্য কাস্টিং এর প্রয়োজন পড়বে না।

সংস্থার তরফে এই পরিবর্তনের সপক্ষে কোনও যুক্তি দেওয়া হয়নি। কিন্তু অনুমান করতে কষ্ট হয় না কেন এমন পরিবর্তন। ফলে এবার সিঙ্গল ডিভাইসেই প্ল্যানটি কার্যকর থাকবে ইউজারদের জন্য। অন্যথায় তাঁকে অতিরিক্ত কোনও প্ল্যানে যেতে হবে। তবে বহু অঞ্চলেই কাস্টিংয়ের সুবিধা আগেও মিলত না। সেখানে অবশ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sanchar Swathi App: আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে, ‘সঞ্চার সাথী’ অ্যাপের দ্বারা
স্মার্টফোনের ডেটা মাত্র ১ মিনিটে খালি করুন! সহজ ৫টি উপায়