লো লাইট ভিডিও কলিং-র সুবিধা মিলবে হোয়াটসঅ্যাপে, জেনে নিন কীভাবে পাবেন এই সুবিধা

হোয়াটসঅ্যাপে এলো লো লাইট ভিডিও কলিং ফিচার। কম আলোতেও উন্নত ভিডিও কল করতে পারবেন। কীভাবে এই নতুন ফিচারটি ব্যবহার করবেন জেনে নিন।

সদ্য বাজারে হোয়াটসঅ্যাপ নিয়ে এল বিশেষ সুবিধা। এই নতুন ফিচার্সের কথা শুনলে চমকে উঠবেন। এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাবেন বিশেষ সুবিধা। লো লাইট ভিডিও কলিং করা যাবে হোয়াটসঅ্যাপে। ভিডিও কলের অভিজ্ঞতা আরও হবে উন্নতি।

অ্যাপটি আপডেট করলেই তা লো লাইট মোড ব্যবহার করতে পারবেন। এই বৈশিষ্ট্যের জন্য কম আলোর এলাকাতেও ভিডিও কলের মান হবে উন্নত।

Latest Videos

কীভাবে হোয়াটসঅ্যাপে লো লাইট মোড ব্যবহার করবেন জেনে নিন। সহজ পদ্ধতিতে এই সুবিধা পেতে পারেন। কয়েকটি স্টেপ ফলো করলেই হবে। জেনে নিন কী করবেন। 

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। এবার ভিডিও কল করুন। আপনার ভিডিও ফিডকে পূর্ণ স্ক্রিনে নিন। এরপর লো লাইট মোড অ্যাক্টিভ করুন। ওপরের ডানদিকের কোণায় দৃশ্যমান বাল্ব আইকন প্রেস করলেই এটি অ্যাক্টিভ করতে পারবেন। এবার এটি বন্ধ বা নিষ্ক্রিয় করতে কেবল ওই বাল্ব আইকল প্রেস করলেই হবে।

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সহজেই এটি এনাবেল-ডিসাবেল করতে পারবেন। হোয়াটসঅ্যাপের আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় সংস্কর আছে। তবে, উইন্ডোজ হোয়াটসঅ্যাপে এই সুবিধা নেই। সেখানে এমন সুবিধা পেতে ব্রাইটনেস লেভেল অ্যাডজাস্ট করলেই হবে।

এবার থেকে ব্যবহার করুন এই নতুন ফিচার্স। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচার্স ব্যবহার করলে সহজে অল্প আলোতেও সব স্পষ্ট দেখতে পাবেন। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বারে বারে নতুন নতুন ফিচার্স নিয়ে আসে। তাই দেরি না করে এই স্টেপগুলো ফলো করে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। সঙ্গে পান এই বিশেষ সুবিধা।  

Share this article
click me!

Latest Videos

আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়