সদ্য বাজারে হোয়াটসঅ্যাপ নিয়ে এল বিশেষ সুবিধা। এই নতুন ফিচার্সের কথা শুনলে চমকে উঠবেন। এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাবেন বিশেষ সুবিধা। লো লাইট ভিডিও কলিং করা যাবে হোয়াটসঅ্যাপে। ভিডিও কলের অভিজ্ঞতা আরও হবে উন্নতি।
অ্যাপটি আপডেট করলেই তা লো লাইট মোড ব্যবহার করতে পারবেন। এই বৈশিষ্ট্যের জন্য কম আলোর এলাকাতেও ভিডিও কলের মান হবে উন্নত।
কীভাবে হোয়াটসঅ্যাপে লো লাইট মোড ব্যবহার করবেন জেনে নিন। সহজ পদ্ধতিতে এই সুবিধা পেতে পারেন। কয়েকটি স্টেপ ফলো করলেই হবে। জেনে নিন কী করবেন।
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। এবার ভিডিও কল করুন। আপনার ভিডিও ফিডকে পূর্ণ স্ক্রিনে নিন। এরপর লো লাইট মোড অ্যাক্টিভ করুন। ওপরের ডানদিকের কোণায় দৃশ্যমান বাল্ব আইকন প্রেস করলেই এটি অ্যাক্টিভ করতে পারবেন। এবার এটি বন্ধ বা নিষ্ক্রিয় করতে কেবল ওই বাল্ব আইকল প্রেস করলেই হবে।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সহজেই এটি এনাবেল-ডিসাবেল করতে পারবেন। হোয়াটসঅ্যাপের আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় সংস্কর আছে। তবে, উইন্ডোজ হোয়াটসঅ্যাপে এই সুবিধা নেই। সেখানে এমন সুবিধা পেতে ব্রাইটনেস লেভেল অ্যাডজাস্ট করলেই হবে।
এবার থেকে ব্যবহার করুন এই নতুন ফিচার্স। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচার্স ব্যবহার করলে সহজে অল্প আলোতেও সব স্পষ্ট দেখতে পাবেন। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বারে বারে নতুন নতুন ফিচার্স নিয়ে আসে। তাই দেরি না করে এই স্টেপগুলো ফলো করে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। সঙ্গে পান এই বিশেষ সুবিধা।