রিচার্জ করতে হবে না গোটা বছর! এই প্ল্যানে মিলবে সস্তায় আনলিমিটেড কলিং ও অফুরন্ত ডেটা

Published : Jan 20, 2025, 06:23 PM IST

মোবাইল রিচার্জের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। ২৮ দিনের জন্য ফোন চালু রাখতে প্রায় ২০০ টাকার কাছাকাছি রিচার্জ করতে হচ্ছে। তবে এবার দুর্দান্ত প্ল্যান সামনে এসেছে। গোটা বছর রিচার্জ করার দরকার পড়বে না আর।

PREV
110

এবার আর চিন্তা নেই, কারণ সস্তায় গোটা বছরের রিচার্জ হাজির বাজারে! তাও নামমাত্র টাকায়।

210

Jio, Airtel থেকে শুরু করে Vi সমস্ত কোম্পানিগুলির ক্ষেত্রেই একমাসের রিচার্জ করতে হলে ২০০ টাকার কাছাকাছি খরচ হয়।

310

তবে যে রিচার্জ লঞ্চ হয়েছে তাতে ১৭০ টাকারও কমে গোটা মাস আনলিমিটেড কলিং থেকে শুরু করে ফ্রি এসএমএস এমনকি মাসে ৫০ জিবি ডেটাও পাওয়া যাবে।

410

কত টাকার রিচার্জ করতে হবে? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

510

আপনি যদি প্রতিমাসের রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাও আবার কম খরচেই তাহলে এই প্ল্যানটি আপনার জন্য পারফেক্ট।

610

এই রিচার্জ প্ল্যানে আপনি গোটা এক বছরের জন্য আনলিমিটেড ফ্রি কলিং, প্রতিদিন ফ্রি ১০০ টি এসএমএস ও মোট ৬০০ জিবি ডেটা পাবেন।

710

আগেও এই প্ল্যানটি চালু ছিল, কিন্তু তখন ৪২৫ দিনের ভ্যালিডিটি দেওয়া হত। তবে এখন বৈধতা কিছুটা কমিয়ে ৩৬৫ দিন করে দেওয়া হয়েছে।

810

অনেকেই এমন আছেন যাদের ফোন মূলত কলিংয়ের জন্যই বেশি ব্যবহৃত হয় খুব বেশি ইন্টারনেটের প্রয়োজন পরে না। এক্ষেত্রে গোটা বছর নিশ্চিন্ত থাকার জন্য এই প্ল্যানটি আদর্শ রিচার্জ হতে পারে।

910

আবার যদি বাড়িতে বয়স্ক কেউ রয়েছেন যারা অল্পস্বল্প ইন্টারনেট ব্যবহার করেন ও প্রিয়জনদের সাথে কথাবার্তা বলতে ভালোবাসেন তাদের জন্যও কম খরচে সেরা রিচার্জ হতে পারে এটি।

1010

তাই BSNL এর ১৯৯৯ টাকার প্ল্যানটি আপনারই জন্য।

click me!

Recommended Stories