Meta AI -এর নতুন ফিচার! এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে ছবি এডিট

Published : Jun 19, 2025, 09:22 PM IST
WhatsApp

সংক্ষিপ্ত

এবার থেকে হোয়াটসঅ্যাপেই ছবি এডিট বা ক্রিয়েট করতে পারবেন আপনি। Meta AI কে বলুন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার পছন্দমত ছবি পেয়ে যাবেন আপনি। শুধু আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপডেট করে নিন হোয়াটসঅ্যাপ। 

হোয়াটস্যাপে চ্যাট করা, ছবি আদান প্রদান থেকে ইমোজির ব্যবহার, ভয়েস পাঠানো, জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়া, এখন আবার ছবি এডিটিং -এর সুবিধাও দিচ্ছে Meta AI। প্রযুক্তির যুগে আরও এক ধাপ এগোলো আপনার পছন্দের হোয়াটস্যাপ। মনের মতো ছবি পাবেন কয়েক সেকেন্ডেই, গুগল হাতড়ে নিজেকে আর edit করতে হবে না। বিষয়বস্তু লিখে ‘সেন্ড’ করে দিলেই, Meta AI একেবারে আপনার পছন্দমতো ছবি বানিয়ে দেবে। সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই চলে এসেছে এই ফিচার। শুধু হোয়াট্‌সঅ্যাপ আপডেট করে নিলেই ব্যবহার করতে পারবেন আপনিও।

কী এই নতুন ফিচার্স?

‘AI Image Generation’ ফিচার চলে এসেছে হোয়াট্‌সঅ্যাপে। অনেক দিন আগেই হোয়াট্‌সঅ্যাপে Meta AI চালু হয়ে গিয়েছিল। যত দিন যাচ্ছে, ততই এই চ্যাটবটকে আরও উন্নত করে তুলছে মেটা। কেবল গল্প করা বা প্রশ্নের উত্তর দেওয়া নয়, কোনও জায়গার ছবি খুঁজতে বা ছবি তৈরি করতেও সাহায্য করে পারে মেটা এআইয়ের চ্যাটবট।

আপনি যদি মনে কোনো প্রাকৃতিক দৃশ্য বা কোনো বিশেষ অবস্থা কল্পনা করেছেন, সেটা Meta AI -কে বলকেই, Meta সেটিকে কয়েক সেকেন্ডের মধ্যেই বাস্তবের মতো ডিজিটাল ছবি তৈরী করে দেবে আপনাকে। বানানো ছবি পছন্দ না হলে, আপনি যতবার পরিবর্তন করে দিতে বলবেন ততবার পরিবর্তন করে দেবে Meta AI।

কীভাবে ছবি তৈরি হবে?

Meta AI থেকে ছবি edit বা create করাতে হলে Meta-কে স্পষ্টভাবে নির্দেশ দিতে হবে। Meta AI এর চ্যাটবাক্স খুলে সেখানে ‘imagine’ লিখে তার পরে ছবির বিষয়বস্তু লিখুন। ছবি ঠিক কেমন ভাবে তৈরি করতে হবে তা ধাপে ধাপে লিখে পাঠিয়ে দিন। ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, পর্তুগিজ, স্প্যানিশ, তাই-সহ আরও অনেক ভাষাতেই লিখে পাঠাতে পারেন আপনি।

ছবির বিষয় স্পষ্টভাবে লিখে ‘send’ ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি তৈরি করে করে পাঠিয়ে দেবে অপনার চ্যাটবাক্সে।

ছবি আপডেটের জন্য কী করবেন?

* এআই চ্যাটবটে আসা ছবিটিকে যদি অন্য ভাবে বানাতে চান, তা হলে ছবিতে ক্লিক করে মেনু অপশনে যান।

* সেখানে ‘reply’ অপশনে গিয়ে ছবিটি আপডেট করার জন্য অনুরোধ করুন।

* নতুন ছবি কেমন হবে তা লিখে পাঠিয়ে দিলে, সেই ছবিটিকে আবার আপনার পছন্দমতো বদলে নতুন করে বানিয়ে দেবে Meta।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার