OnePlus 15R স্মার্টফোনটি এই ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ৭,৪০০mAh ব্যাটারি নিয়ে বাজারে আসছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট দ্বারা পরিচালিত এই ফোনে রয়েছে ১৬৫Hz ১.৫K AMOLED ডিসপ্লে এবং ৮০W ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে বলে জানা যাচ্ছে।
গেমিং এবং স্ট্রিমিংয়ের জন্য এটি দীর্ঘস্থায়ী চার্জ দেবে
ওয়ানপ্লাস (OnePlus) ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ৭,৪০০mAh ব্যাটারিটি এবার ওয়ানপ্লাস ১৫আর (OnePlus 15R) স্মার্টফোনে থাকবে। এটি OnePlus 15 ফোনের ৭,৩০০mAh রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। গেমিং এবং স্ট্রিমিংয়ের জন্য এটি দীর্ঘস্থায়ী চার্জ দিতে সক্ষম।
23
AMOLED ডিসপ্লে
OnePlus 15R-এ রয়েছে ১৬৫Hz ১.৫কে AMOLED ডিসপ্লে। যার সর্বোচ্চ ব্রাইটনেস ১,৮০০ নিটস। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে চোখ সুরক্ষার প্রযুক্তিও রয়েছে। ফোনটি সেকেন্ডে ১২০ ফ্রেমে ৪K ভিডিও রেকর্ড করতেও সক্ষম।
33
আগামী ১৭ ডিসেম্বর, বেঙ্গালুরুতে লঞ্চ হবে
OnePlus 15R-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেটে চলে। OnePlus জানিয়ে দিয়েছে, কোয়ালকমের সঙ্গে দুই বছরে এই চিপসেটটি তৈরি করা হয়েছে। OnePlus 15R আগামী ১৭ ডিসেম্বর, বেঙ্গালুরুতে লঞ্চ হবে।