প্রকাশ্যে এল পোকো এফ২ লাইট স্মার্টফোন, রইল বিস্তারিত

  • মোবালের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোন
  • স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচারের জন্য এই ফোন আকর্ষণীয়
  • সম্প্রতি ভিন্ন সংস্থার তকমা পেয়ে জনপ্রিয় হয়ে উঠছে পোকো
  • পোকো এফ২ স্মার্টফোন-এর স্পেসিফিকেশন

deblina dey | Published : Jan 20, 2020 10:38 AM IST

মোবাইলের বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সংস্থার স্মার্টফোন। সম্প্রতি ভিন্ন সংস্থার তকমা পেয়ে জনপ্রিয় হয়ে উঠছে পোকো। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার নিয়ে পোকো এফ২ ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পোকো এফ২-এর একটি ইউটিউব ভিডিও প্রকাশ্যে এসেছে। কী কী ফিচার-সহ এই পোকো এফ২ স্মার্টফোন বাজারে আসছে জেনে নেওয়া যাক বিস্তারিত...

পোকো এফ২ লাইট স্মার্টফোনে থাকতে পারে ২,৪ ও ৬ জিবি ব়্যাম। সেই সঙ্গে থাকছে এই ফোনের এমআইইউআই স্কিনের উপর চলবে পোকো লঞ্চার। এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট। সেই সঙ্গে ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে।

সম্প্রতি মিডরেঞ্জ ফাইবজি স্মার্টফোনের জন্য এই ফোনে চিপসেট লঞ্চ করেছিল কোয়ালকম। অন্যদিকে পোকো এফ২ লাইট স্মার্টফোনে ক্যামেরা হিসেবে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল-এর প্রাইমারি ক্যামেরা সেন্সর। ফাস্ট চার্জিং সুবিধা-সহ এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের ননরিমুভেবল ব্যাটারি।

Share this article
click me!