Realme P3 Pro 5G ফোন এবার চলে এল বাজারে, দাম এবং ফিচার জেনে নিন এখনই

Published : Feb 25, 2025, 04:37 PM IST
Realme P3 Pro 5G ফোন এবার চলে এল বাজারে, দাম এবং ফিচার জেনে নিন এখনই

সংক্ষিপ্ত

স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩ চিপসেটে চালিত রিয়েলমি পি৩ প্রো ৫জি।

রিয়েলমি পি৩ প্রো ৫জি স্মার্টফোন ভারতে বিক্রি শুরু হয়েছে। গত সপ্তাহেই এই ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। তিনটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩ চিপসেটে চালিত এই হ্যান্ডসেট। 

ভারতে রিয়েলমি পি৩ প্রো ৫জি মোবাইল ফোনের দাম শুরু হচ্ছে ২৩,৯৯৯ টাকা থেকে। ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম এটি। ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। গ্যালাক্সি পার্পল, নেবুলা গ্লো, এবং স্যাটার্ন ব্রাউন রঙে পাওয়া যাবে এই ফোনটি। রিয়েলমি ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কেনা যাবে। ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ২,০০০ টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। ছয় মাসের নো-কস্ট EMI সুবিধাও রয়েছে। 

রিয়েলমি পি৩ প্রো ৫জি- স্পেসিফিকেশন

রিয়েলমি UI ৬.০ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৫ প্ল্যাটফর্মে চলে এই ফোনটি। ৬.৮৩ ইঞ্চির ১.৫k কোয়াড কার্ভড ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট সহ AMOLED স্ক্রিন। ৫০ মেগাপিক্সেল সনি IMX৮৯৬ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে রিয়ার ক্যামেরায়। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। AI বেস্ট ফেস, AI ইরেজ ২.০, AI মোশন ডিব্লার, AI রিফ্লেকশন রিমুভার AI টুলস রয়েছে। ৬,০০০ mAh ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার