Realme Pad 3 5G: রিয়েলমি তাদের নতুন রিয়েলমি প্যাড ৩ ৫জি ট্যাবলেটটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ করতে চলেছে। এই ট্যাবলেটটি স্টাইলাস সাপোর্ট, নতুন এআই ফিচার, ২.৮কে ডিসপ্লে এবং ১২,২০০mAh ব্যাটারির মতো উন্নত বৈশিষ্ট্য সহ বাজারে আসছে।
ভারতীয় বাজারে রিয়েলমি তাদের নতুন ৫জি ট্যাবলেট, রিয়েলমি প্যাড ৩, ২০২৬ সালের জানুয়ারি মাসে লঞ্চ করতে চলেছে। এতে স্টাইলাস সাপোর্ট, এআই ফিচার এবং ডুয়াল ক্যামেরা থাকবে।
22
রিয়েলমি প্যাড ৩ ফিচার্স
এই ট্যাবলেটে ২.৮কে ডিসপ্লে, ১২,২০০mAh ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ম্যাক্স প্রসেসর থাকবে। এতে ১২০Hz রিফ্রেশ রেট এবং ৬.৬mm পাতলা ডিজাইন থাকতে পারে।