Redmi Smartphones: রেডমির দুর্দান্ত ৫জি ফোন! মাসে মাত্র ৬৭৯ টাকা? দীপাবলির স্পেশ্যাল অফারে ৩০০০ টাকা ছাড়

Published : Oct 19, 2025, 06:54 PM IST

Redmi Smartphones: রেডমি ১৫ ৫জি ফোনটি এখন কিনুন আরও আকর্ষণীয় ছাড়ে। যাতে রয়েছে ৭,০০০এমএএইচ মেগা ব্যাটারি। অ্যামাজনের ধামাকা সেলে এই সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। 

PREV
14
মাত্র ৬৭৯ টাকার ইএমআই-এর সুবিধা সহ এটি বাআরে এসেছে

সম্প্রতি লঞ্চ হওয়া ৭,০০০এমএএইচ ব্যাটারির রেডমি ১৫ ৫জি ফোনটি অ্যামাজনের দীপাবলির সেলে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে, রয়েছে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফার। তাছাড়া ৫০এমপি ক্যামেরা, শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর এবং মাসে মাত্র ৬৭৯ টাকার ইএমআই-এর সুবিধা সহ এটি বাআরে এসেছে।

24
ইএমআই শুরু হচ্ছে ৬৭৯ টাকা থেকে

EV-গ্রেড ব্যাটারির জন্য ফোনটি বেশ পাতলা। 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। অ্যামাজন এবং রেডমি স্টোরে বর্তমানে উপলব্ধ রয়েছে। ইএমআই শুরু হচ্ছে ৬৭৯ টাকা থেকে।

34
অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক HyperOS-এ চলে ফোনটি

এটিতে রয়েছে ৬.৯-ইঞ্চি FHD+ ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট রয়েছে সেটটিতে। ফোনটি Snapdragon সিক্সএস জেন৩ ৫জি প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক HyperOS-এ চলে ফোনটি।

44
7,000mAh ব্যাটারি

শক্তিশালী 7,000mAh ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে হ্যান্ডসেটটি। পিছনে 50MP ও সামনে 8MP ক্যামেরা রয়েছে। এটি একটি বাজেট-ফ্রেন্ডলি অল-রাউন্ডার 5G ফোন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories