সম্প্রতি লঞ্চ হওয়া ৭,০০০এমএএইচ ব্যাটারির রেডমি ১৫ ৫জি ফোনটি অ্যামাজনের দীপাবলির সেলে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে, রয়েছে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফার। তাছাড়া ৫০এমপি ক্যামেরা, শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর এবং মাসে মাত্র ৬৭৯ টাকার ইএমআই-এর সুবিধা সহ এটি বাআরে এসেছে।