নতুন রূপ আসছে রেডমি নোট ১৪, আইভি গ্রিন ভ্যারিয়েন্ট এল বাজারে, রইল ফিচার্স

রেডমি নোট ১৪ ৫জি-এর অন্যান্য তিনটি কালার ভ্যারিয়েন্টের মতোই বৈশিষ্ট্য এবং সুবিধা রয়েছে আইভি গ্রিনে। ফোনের দাম এবং বিশদ বিবরণ দেখে নেওয়া যাক।

চিনা স্মার্টফোন নির্মাতা শাওমি, রেডমি নোট ১৪ ৫জি-এর নতুন কালার ভ্যারিয়েন্ট ভারতে বাজারে এনেছে। রেডমি নোট ১৪-এর আইভি গ্রিন ভ্যারিয়েন্ট (Redmi Note 14 5G Ivy Green) ভারতে এসেছে। 

২০২৪ সালের ডিসেম্বরে রেডমি নোট ১৪ ৫জি তিনটি কালার অপশনে ভারতে প্রথম উপস্থাপিত হয়েছিল। মিস্টিক হোয়াইট, ফ্যান্টম পার্পল, টাইটান ব্ল্যাক শেড ছিল এগুলো। এখন রেডমি আইভি গ্রিন নামে আরও একটি কালার অপশন রেডমি নোট ১৪-এর জন্য ভারতে এসেছে। ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ১৮,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবি ফোনের দাম ১৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ২১,৯৯৯ টাকা। এমআই-এর ওয়েবসাইট থেকে ফোনটি অর্ডার করা যাবে। আইসিআইসিআই, এইচডিএফসি, এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে। ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই সুবিধার মাধ্যমে কিনলেও এই ছাড় প্রযোজ্য। ছয় মাসের জন্য নো-কস্ট ইএমআই সুবিধাও রেডমি নোট ১৪ ৫জি আইভি গ্রিন কালার ভ্যারিয়েন্ট ফোনে পাওয়া যাবে। 

Latest Videos

রেডমি নোট ১৪ ৫জি-এর স্পেসিফিকেশন 

রেডমি নোট ১৪ ৫জি-এর অন্যান্য কালার ভ্যারিয়েন্টের মতোই বৈশিষ্ট্য এবং সুবিধা রয়েছে আইভি গ্রিনে। শাওমির অ্যান্ড্রয়েড-১৪ ভিত্তিক হাইপারওএস ১.০ ইন্টারফেসে চলে ফোনটি। ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। ১২০Hz হল সর্বোচ্চ রিফ্রেশ রেট। ২১০০ নিটস হল পিক ব্রাইটনেস। গরিলা গ্লাস ৫ সুরক্ষার সাথে আসা ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা এসওসি প্রসেসর রয়েছে। 

৫০ মেগাপিক্সেল প্রাইমারি সনি এলভাইটি-৬০০ সেন্সর, ৮ এমপি আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ২ এমপি ম্যাক্রো সেন্সর রয়েছে রিয়ার ক্যামেরা ইউনিটে। ২০ এমপির সেলফি ক্যামেরাও রয়েছে রেডমি নোট ১৪-এ। সুরক্ষার জন্য আইপি৬৪ রেটিং রয়েছে এই স্মার্টফোনে। ৫,১১০ এমএএইচ ব্যাটারি ৪৫ ওয়াট চার্জিং সমর্থন করে। রেডমি নোট ১৪-এর জন্য দুটি ওএস আপগ্রেড এবং চার বছরের সুরক্ষা আপডেট দিচ্ছে কোম্পানি। 

Share this article
click me!

Latest Videos

‘ভোটের আগে হিন্দিভাষীদের নাম কাটা হচ্ছে!’ Mamata Banerjee-কে তোপ দাগলেন Agnimitra Paul
ফাঁকা চাষের জমিতে মহিলার দেহ উদ্ধার! আমডাঙায় তীব্র চাঞ্চল্য | Amdanga Murder Case | Bangla News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
Nadia News Today: আধার কার্ডে মহা গোলমাল! এক নম্বরেই দুই পরিচয়, পুলিশের দ্বারস্থ দুই নারী
‘London-এ নারী সুরক্ষার বড়াই বাংলায় নারীদের অবহেলা!’ Mamata Banerjee-কে তোপ Adhir Ranjan Chowdhury-র