শাওমির সাব-ব্র্যান্ড রেডমি চলতি মাসে তার জনপ্রিয় নোট সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন, রেডমি নোট ১৫ সিরিজ লঞ্চ করতে চলেছে। রেডমির জেনারেল ম্যানেজার ওয়াং টেং টমাস এই লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লঞ্চের আগে, বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে। স্যাটেলাইট কমিউনিকেশন সহ নতুন কিছু ফিচার এটিতে থাকবে বলে আশা করা হচ্ছে।
24
চিপসেট আপডেটে হতাশা?
গত বছর লঞ্চ হওয়া রেডমি নোট ১৪ প্রো+ মডেলে ব্যবহৃত একই স্ন্যাপড্রাগন ৭s জেন ৩ চিপসেট আসন্ন রেডমি নোট ১৫ প্রো+ ফোনেও ব্যবহার করা হতে পারে বলে টিপস্টার পেপারকিং১৩ তাদের এক্স-হ্যান্ডলে জানিয়েছে। কোয়ালকম ইতিমধ্যেই স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট লঞ্চ করেছে। তাই এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের জন্য কিছুটা হতাশাজনক হতে পারে বলেও মনে করছেন অনেকে।
34
নতুন ফিচার সহ একাধিক আপডেট
রেডমি নোট ১৫ প্রো+ অনেক নতুন ফিচার নিয়ে বাজারে আসছে। রেডমি ব্র্যান্ডের প্রথম ফোন হিসেবে এটিতে স্যাটেলাইট কমিউনিকেশনের সুবিধা থাকবে। অন্যদিকে, উন্নত ডিসপ্লে, নতুন ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সহ এই ফোনটি লঞ্চ হবে বলে জানা গেছে।
রেডমি নোট ১৫ সিরিজের অন্যান্য স্মার্টফোন, যেমন রেডমি নোট ১৫ ৫জি, অন্য একটি কোয়ালকম চিপসেট ব্যবহার করবে বলে জানা গেছে। এছাড়াও রেডমি নোট ১৫ প্রো ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ব্যবহার করবে বলে সূত্রের খবর। রেডমি নোট ১৫ এবং নোট ১৫ প্রো-এর ৪জি ভার্সন তৈরির কাজও রেডমি করছে বলে জানা গেছে।