আকর্ষণীয় লঞ্চ অফার ও দুর্দান্ত ফিচার, ৬ অগাষ্ট ভারতে বিক্রি শুরু হবে স্যামসাং এর এই স্মার্টফোন

  • রয়েছে ৬৪ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর ক্যামেরা
  • উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ
  • ৬ অগাষ্ট ভারতে বিক্রি শুরু করবে গ্যালাক্সি এম থার্টিওয়ান এস
  • জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম থার্টিওয়ান এস এর স্পেসিফিকেশন


মোবাইলের বাজারে বেশ জনপ্রিয় এই সংস্থার ফোন। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। গ্যালাক্সি সিরিজের আরও একটি ফোন মোবাইলের বাজারে নিয়ে এল স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এম থার্টিওয়ান এস স্মার্টফোনটি এই বছরের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছিল। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ৬ অগাষ্ট ভারতে বিক্রি শুরু করবে গ্যালাক্সি এম থার্টিওয়ান এস। আকর্ষণীয় অফার সহ ৬ অগাষ্ট বিক্রি শুরু করছে গ্যালাক্সি এম থার্টিওয়ান এস স্মার্টফোন। জেনে নেওয়া যাক নতুন কি কি ফিচার ও অফার মিলছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টিওয়ান এস স্মার্টফোনে।

স্যামসাং গ্যালাক্সি এম থার্টিওয়ান এস স্মার্টফোনের প্রাথমিক দাম শুরু হচ্ছে ১৯,৪৯৯ টাকা থেকে। ভেরিয়েন্ট এর উপর নির্ভর করে মূল্য নির্ধারণ করেছে সংস্থা। যেমন ৮ জিবি ভেরিয়েন্ট এর ফোনের মূল্য ধার্য করা হয়েছে ২১,৪৯৯ টাকা। ৬ অগাষ্ট  আগামী বৃহস্পতিবার স্যামসং শপ এবং অ্যামজন ইন্ডিয়াতে এক সঙ্গে বিক্রি শুরু হচ্ছে। ওই একই দিনে অ্যামাজনে শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল। 

Latest Videos

স্যামসাং গ্যালাক্সি এম থার্টিওয়ান এস স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে ১) ৬৪ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, ২) ৪ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ৩) ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ৪) ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এর সঙ্গে রয়েছে এইচডিআর, প্যানোরোমার সেন্সরের সুবিধা।  পাশাপাশি এই ফোনে রয়েছে ৬ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। এর সঙ্গে ৫১২ জিবি পর্যন্ত মেমরি এক্সপেন্ডবল করার যাবে। সেই সঙ্গে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভি ১০ কিউ-সহ ওস্যামসাং এক্সিনোস ৯ অক্টা ৯৬১১ প্রসেসর।  

এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৪ ইঞ্চ ডিসপ্লে এবং রয়েছে ওয়াটার ডপ নচ এর সুবিধা। এই স্মার্টফোনে ডিসপ্লের জন্য ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম থার্টিওয়ান এস স্মার্টফোনে রয়েছে ফাস্ট চার্জিং এর সুবিধা সহ ৬০০০ এমএএইচের ব্যাটারি।   স্যামসাং গ্যালাক্সি এম থার্টিওয়ান এস স্মার্টফোনে রয়েছে এলইডি ফ্ল্যাসএর সুবিধা। স্মার্টফোন রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সুবিধা। এই ফোনের ক্যামেরা সেন্সর ফোরকে ভিডিও রেকর্ডিং সমর্থন করে এবং স্লো-মো ভিডিও, এআর ডুডল এবং এআর ইমোজি এর মতো বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করে।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু