স্টেট ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং, এটিএম পরিষেবা বন্ধ। বার্ষিক হিসাব শেষ হওয়ার কারণে ডিজিটাল পরিষেবা পাওয়া যাবে না, জানাল এসবিআই। অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবাও প্রভাবিত হতে পারে, জানিয়েছে এনপিসিআই।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের পরিষেবা বন্ধ। মোবাইল ব্যাঙ্কিং
এটিএম থেকে টাকা তোলা সহ একাধিক পরিষেবা ব্যবহার করতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ এসবিআই গ্রাহকদের।
ওয়েবসাইটগুলির কার্যকারিতা নজরে রাখা ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের মতে, আজ সকাল ৮:১৫ নাগাদ এই সমস্যা শুরু হয়েছে। বেলা ১১:৪৫ পর্যন্ত ৮০০-র বেশি অভিযোগ জমা পড়েছে।
25
অভিযোগের মধ্যে প্রায় ৬৪% মোবাইল ব্যাঙ্কিং সংক্রান্ত
৩৩% আর্থিক লেনদেন সংক্রান্ত এবং ৩% এটিএম সংক্রান্ত। ব্যাঙ্ক পরিষেবায় এই সমস্যার কথা স্বীকার করেছে এসবিআই।
35
কী বলছে এসবিআই?
“বার্ষিক হিসাব সংক্রান্ত কাজের জন্য আমাদের ডিজিটাল পরিষেবা ২০২৫ সালের ১ এপ্রিল দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে।”