Scam Calls: কল রিসিভ করলেই ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা, ভুলেও এই নম্বর থেকে আসা ফোন তুলবেন না

সাইবার প্রতারণার নতুন ফাঁদ। +৬৭০ এবং +৬৭ নম্বর থেকে আসা ফোন ধরবেন না। এই নম্বরগুলি প্রতারকদের এবং নানা গল্প ফেঁদে টাকা হাতিয়ে নিচ্ছে।
Sayanita Chakraborty | Published : Dec 11, 2024 2:02 PM
110

দিনের পর দিন বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা। বিভিন্ন টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। চারিদিকে নানান ধরনের ফাঁদ পেতে আছে প্রতারকরা।

210

বোকা বানিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে প্রতারকরা। এই ঘটনায় বহু দুষ্কৃতি ইতিমধ্যে গ্রেফতার হয়েছে।

310

তা সত্ত্বেও চলছে এমন ঘটনা। ফোন করে কোনও না কোনও গল্প ফেঁদে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।

410

ফের সামনে এল নয়া এক জালিয়াতির খবর। এবার সাবধান হন অচেনা নম্বর থেকে।

510

বেশ কিছু ধরনের ফোন নম্বর আছে, বিশেষ করে +৬৭০ এবং +৬৭ নম্বর থেকে আসা ফোন ভুলেও ধরবেন না।

610

+৬৭০ এবং +৬৭ নম্বর গুলো আর্মেনিয়া বা টিমর লেস্টের নম্বর নয়। বরং, প্রতারকদের নম্বর।

710

এই সব নম্বর থেকে আসা ফোনে নিজেদের অথোরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধি বলে দাবি করছে। নানা গল্প ফেঁদে টাকা হাতাচ্ছে।

810

আপনার ফোনের পরিষেবা বন্ধ হয়ে যাবে এমন বলে আপনার ফোনে ১ কিংবা ২ প্রেস করতে বলছে। আর এই কাজ করা মাত্রই টাকা হাতিয়ে নিচ্ছে।

910

তাই সতর্ক হন। ভুলেও এমন অচেনা নম্বর থেকে আসা ফোন ধরবেন না। +৬৭ কিংবা +৬৭০ দিয়ে নম্বর শুরু হলে সতর্ক হন।

1010

প্রতারকদের জাল থেকে বাঁচতে চাইলে সময় থাকতে সতর্ক হন। অচেনা ব্যক্তিকে আপনার

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos