UPI Lite: বিরাট আপডেট ব্যবহারকারীদের জন্য! টাকা তোলার নতুন সুবিধাগুলি জেনে নিন

Published : Feb 26, 2025, 05:53 PM IST

দেশে দিন দিন ডিজিটাল পেমেন্ট বেড়েই চলেছে। 

PREV
15
সবার হাতে স্মার্টফোন পৌঁছানো এবং ইন্টারনেটের খরচ কমে যাওয়ার ফলে

UPI পরিষেবাগুলির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ছোটো লেনদেনে UPI Lite-এর ব্যবহার বাড়াতে এবং পিন ছাড়াই পেমেন্ট করার সুবিধার্থে এই ফিচার আনা হয়েছিল।

25
UPI-তে নিত্যনতুন ফিচার নিয়ে আসছে NPCI

এতদিন UPI Lite-এ শুধু টাকা জমা করা যেত, তোলা যেত না। নতুন ফিচারে টাকা তোলার সুবিধাও থাকবে।

35
সম্প্রতি তারা আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে
UPI Lite-এর টাকা তুলতে আগে অ্যাকাউন্ট বন্ধ করতে হত। এখন সরাসরি ট্রান্সফার করা যাবে।
45
UPI লেনদেন ক্রমশ বাড়ছে

২০২৫ সালের জানুয়ারিতে ১৬.৯৯ বিলিয়ন লেনদেন হয়েছে।

55
বর্তমানে প্রত্যন্ত গ্রামেও UPI পেমেন্ট গৃহীত হচ্ছে
click me!

Recommended Stories