Voice AI: এবার থেকে মানুষের মতো কথা বলবে 'ভয়েস এআই'! টেক ওয়ার্ল্ডে আসছে বিপ্লব?

Published : Jul 30, 2025, 08:51 PM IST
Artificial Intelligence

সংক্ষিপ্ত

Voice AI: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কার্যত, অন্যমাত্রায় পৌঁছে গেছে। সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার তৈরি হয়ে গেল নিজস্ব পরিচয়। 

DID YOU KNOW ?
আপনি জানেন তো?
ভয়েস এআই প্ল্যাটফর্ম হিসেবে ৯ বছর পূর্ণ করল এই প্রতিষ্ঠান।

Voice AI: বিশ্বের টেকনোলজি ওয়ার্ল্ড যেন প্রতিদিন বদলে যাচ্ছে। বলা ভালো, বিপ্লব আসছে। তৈরি করে ফেলেছে মিহুপ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কার্যত, অন্যমাত্রায় পৌঁছে গেছে। সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার তৈরি হয়ে গেল নিজস্ব পরিচয়।

ভয়েস এআই প্ল্যাটফর্ম হিসেবে ৯ বছর পূর্ণ করল এই প্রতিষ্ঠান

এবার নিজস্ব এআই মডেলের মাধ্যমে বিভিন্ন ভাষাভাষীর গ্রাহকদের মধ্যে ভয়েস-ফার্স্ট কনভারসেশন আরও বেশি করে কার্যকরী করে তোলার লক্ষ্য নিয়ে গত ৯ বছর ধরে কাজ করে আসছে মিহুপ (Mihup)।

সম্পূর্ণ এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মিহুপের তৈরি ‘নিজস্ব ভয়েস এআই’-র সাহায্যে বিভিন্ন উপভাষা, মিশ্র ভাষা কিংবা আঞ্চলিক ভাষা সহজেই বুঝতে পারা যাচ্ছে। বর্তমানে এই সংস্থার তৈরি ভয়েস অ্যাসিস্টেন্ট  সিস্টেমটি ভারতবর্ষে এক লক্ষেরও বেশি গাড়িতে ব্যবহার করা হচ্ছে। অনেকেই যেভাবে বিভিন্ন ভাষা মিশিয়ে দিয়ে কথা বলে, ঠিক সেইভাবেই ইউজারদের কথার উত্তর দেবে এই ভয়েস এআই সিস্টেম।

এই প্রসঙ্গে মিহুপ-এর কো-ফাউন্ডার এবং সিইও তপন ভার্মা জানিয়েছেন, “মিহুপ-এর জন্ম হয়েছিল এই বিশ্বাস নিয়ে, যেখানে ভাষা কখনওই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাধা হতে পারে না। আমাদের কাছে বাস্তবে একটি ভার্নাকুলার ভয়েস এআই সিস্টেম তৈরি করা মানে শুধুমাত্র প্রযুক্তির উন্নয়ন এমনটা নয়, বরং এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ভারত যেদিকে এগোচ্ছে, সেখানে আগামীতে প্রায় সব গ্রামের মানুষদের কাছেই পার্সোনাল মোবাইল ফোন থাকবে। কিন্তু অনেক সময় শিক্ষাগত ডিগ্রি নাও থাকতে পারে তাদের অনেকের। তাই তাদের জন্য টেক্সটের চেয়ে ভয়েস অনেক বেশি সহজ হবে প্রযুক্তির সঙ্গে সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে। এই ভয়েস-ফার্স্ট ডিজিটাল এআই মডেল বহু ভাষা এবং তাদের সূক্ষ্মতা বুঝে স্বাভাবিক একটি কথোপকথনের জন্য সেরা অভিজ্ঞতা দিতে প্রস্তুত ইউজারদের জন্য।”

একাধিক প্রোডাক্ট বাজারে এনেছে মিহুপ

মিহুপের প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম বিশেষ কয়েকটি ফিচারকে ইতিমধ্যেই বাজারে এনেছে। MIA (Mihup Interaction Analyst), MAA এবং AVA-র মতো টুলগুলি মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট হিসেবে অটোমোটিভ এবং টেলিকম সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

YouTube Creator: ইউটিউবে গোল্ডেন প্লে বাটন পেলে কত আয় করেন একজন ভিডিও ক্রিয়েটর?
Mobile Recharge: বছর শেষে মাথায় হাত, আবারও বাড়তে পারে মোবাইল রিচার্জের দাম?