ভিডিওর মাঝে আসবে না বিরক্তিকর বিজ্ঞাপন! রইল দুর্দান্ত অ্যাপের সন্ধান, পাবেন প্লে স্টোরেই

অতিরিক্ত বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে চান? তাহলে এই অ্যাপটি আপনার জন্য। এতে বিজ্ঞাপনের ঝামেলা থাকবে না। কোনও আকর্ষণীয় ভিডিও দেখার সময় বিজ্ঞাপন এসে মেজাজ খারাপ করবে না। চলুন জেনে নেওয়া যাক এই অ্যাপটি সম্পর্কে। 
 

Parna Sengupta | Published : Dec 8, 2024 9:18 PM
18

আজকাল যেকোনো ছোটখাটো তথ্য জানতে গুগল সার্চ করা আমাদের সবারই অভ্যাস। আর সেই তথ্য যদি ভিডিও আকারে দেখতে চান, তাহলে আমরা ইউটিউব খুলে দেখি। প্রতিটি ভাষায় ইউটিউব ভিডিও পাওয়া যায় বলে অনেকেই ইউটিউব ব্যবহার করেন।

28

শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই কোটি কোটি মানুষ ইউটিউব ব্যবহার করেন। তাই ইউটিউব কর্তৃপক্ষ প্রতিটি ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করে। 

38

ইউটিউবের আয় যাই হোক, ভিডিও দেখার সময় বিজ্ঞাপন অনেক বিরক্তিকর। কোনও আকর্ষণীয় ভিডিও দেখার সময় হঠাৎ বিজ্ঞাপন এলে খুব বিরক্ত লাগে। মাঝেমধ্যে রাগও হয়। তবে ভালো দিক হলো স্কিপ করার অপশন আছে। 

48

ভিডিওর মাঝখানে বিজ্ঞাপন যদি পছন্দ হয়, তাহলে পুরোটা দেখা যায়। আর যদি পছন্দ না হয়, তাহলে স্কিপ করা যায়। তবে সম্প্রতি ইউটিউব একসাথে দুটি বিজ্ঞাপন দেখানো শুরু করেছে। ফলে একটি স্কিপ করলেও, দ্বিতীয়টি পুরোপুরি দেখতে হয়।এই বিজ্ঞাপনগুলো এড়াতে আপনি যদি ইউটিউব ভিডিও দেখতে চান, তাহলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। 

58

এখন ইউটিউব কর্তৃপক্ষ স্টুডেন্ট, ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল - সব ক্ষেত্রেই সাবস্ক্রিপশনের দাম বাড়িয়েছে। প্রিমিয়ামের মাসিক স্টুডেন্ট প্ল্যানের দাম ১২.৬ শতাংশ বেড়েছে। ৭৯ টাকার প্ল্যান এখন ৮৯ টাকা। ব্যক্তিগত মাসিক প্ল্যানের দাম ১৫ শতাংশ বেড়ে ১২৯ টাকা থেকে ১৪৯ টাকা হয়েছে। মাসিক ফ্যামিলি প্ল্যানের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ২৯৯ টাকা হয়েছে। এই ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নিয়েই এই অ্যাপটি ইনস্টল করলে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে।

68

অ্যাপটির নাম Brave Fast Private Browser। এই অ্যাপ ইনস্টল করলে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে, পিকচার-ইন-পিকচার মোডেও দেখা যাবে। এমনকি লক স্ক্রিনেও ভিডিও উপভোগ করা যাবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়াও আইফোনেও কাজ করে। 

78

Brave Browser অ্যাপ ব্যবহার করে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে এভাবে করুন:
প্রথমে প্লে স্টোরে গিয়ে brave browser লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করুন। 

সেটিংসে গিয়ে মিডিয়া অপশনে ক্লিক করুন। সেখানে দেখানো অপশনগুলো থেকে ব্যাকগ্রাউন্ড প্লে চালু করুন।

88

এবার Brave Browser অ্যাপে ভিডিও অপশন খুলুন। সার্চ বারে আপনার পছন্দের ভিডিও লিখে সার্চ করে প্লে করুন। এভাবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও উপভোগ করতে পারবেন।

বিঃদ্রঃ যেকোনো অ্যাপ ইনস্টল করার আগে আপনার ডেটা সুরক্ষা সম্পর্কে সতর্ক থাকুন। আপনার ডেটার জন্য আপনিই দায়ী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos