Whatsapp Feature: এবার ভিডিও কল থেকে এড়ান বিপদ! ক্যামেরা বন্ধের ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

Published : Mar 15, 2025, 12:17 AM IST
Whatsapp Feature: এবার ভিডিও কল থেকে এড়ান বিপদ! ক্যামেরা বন্ধের ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সংক্ষিপ্ত

মেটা পরিচালিত হোয়াটসঅ্যাপে ভিডিও কল (Whatsapp Video Call) এলে অ্যাটেন্ড করার পরেই কেবল ক্যামেরা বন্ধ করা যেত।

Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভিডিও কল (Video Call) পছন্দ করলেও এতে ঝুঁকি নেক বেশি থাকে। অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এলে ক্যামেরা বন্ধ করে অ্যাটেন্ড করার সুযোগও নেই। কিন্তু এখন এই জটিলতা এড়াতে নতুন উপায় আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে (Whatsapp) ভিডিও কল এলে ক্যামেরা বন্ধ করে অ্যাটেন্ড করার ফিচার তৈরি করছে মেটা। অ্যান্ড্রয়েড (Android) অথরিটি জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণা বেড়ে চলায় এই ফিচার ব্যবহারকারীদের অনেকটাই কাজে লাগতে পারে। অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এলে ক্যামেরা বন্ধ করে কল অ্যাটেন্ড করা যাবে এবং কলারকে চেনার পরেই ক্যামেরা চালু করা যাবে বলে জানা যাচ্ছে। এই ফিচার সাইবার প্রতারণা কমাতে অনেকটাই সাহায্য করবে বলে মোট বিশেষজ্ঞদের।

হোয়াটসঅ্যাপে ভিডিও কল ফিড বন্ধ করার অপশন থাকলেও কল অ্যাটেন্ড করার পরেই তা একমাত্র সম্ভব ছিল। অর্থাৎ, উল্টোদিকে কে আছে তা দেখার পরেই ভিডিও কলের ক্যামেরা বন্ধ করা যেত। এই সমস্যাটি এবার অ্যান্ড্রয়েড আপডেটে সমাধান করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

এদিকে, এক্সের (X Handle) মতো 'থ্রেডেড মেসেজ রিপ্লাই' ফিচারও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে কোট করলে নির্দিষ্ট বিষয় বা আলোচনা সম্পর্কে মেসেজগুলিকে তালিকা আকারে দেখা যাবে এবার থেকে। হোয়াটসঅ্যাপ আপডেটের খবর দেওয়া ওয়েবসাইট ওয়াবিটা ইনফো এই তথ্য প্রকাশ করেছে ইতিমধ্যেই। 

তাই আর নেই কোনও চিন্তা। হোয়াটসঅ্যাপে ভিডিও কল এলে ক্যামেরা বন্ধ করে অ্যাটেন্ড করার ফিচার তৈরি করছে মেটা। অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণা বেড়ে চলায় এই ফিচার ব্যবহারকারীদের অনেকটাই কাজে লাগতে পারে। অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এলে ক্যামেরা বন্ধ করে কল অ্যাটেন্ড করা যাবে এবং কলারকে চেনার পরেই ক্যামেরা চালু করা যাবে বলে জানা যাচ্ছে। এই ফিচার সাইবার প্রতারণা কমাতে অনেকটাই সাহায্য করবে বলে মোট বিশেষজ্ঞদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার