Whatsapp closes Account-নিয়ম না মানার শাস্তি, সেপ্টেম্বরেই বন্ধ হয়েছে ২২ লাখ ভারতীয়ের অ্যাকাউন্ট

অভিযোগের ভিত্তিতে মোবাইলে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের জন্য এই একই পদক্ষেপ গ্রহন করা হয়ে থাকে। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজ পরিষেবা যেমন দেওয়া হয় তেমনই কোনও গ্রাহক অ্যাপের অপব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়।সেপ্টেম্বর মাসেই ২২ লাখের বেশি ভারতীয়ের হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে।

debojyoti AN | Published : Nov 2, 2021 10:49 AM IST / Updated: Nov 02 2021, 05:04 PM IST

ফেসবুকের(FaceBook) নাম পরিবর্তিত হয়ে মেটা(Meta0 হওয়ার পরই হোয়াটসঅ্যাপ (Whatsapp)ও ইন্সটাগ্রামেও(Instagram) এই রকম কোনও পরিবর্তন হওয়ার সম্ভবনা আছে কিনা সেই নিয়ে একটা জল্পনা চলছিলইতিমধ্যই হোয়াটসঅ্যাপের (Whatsapp) তরফে জানানো হয়েছে যে ফোনে অ্যানড্রয়েড ৪০৪ (Android 404  Version)বা তার চেয়ে পুরনো ভার্সান চালু রয়েছে সেখানে কোনও ভাবেই কাজ করবে না হোয়াটসঅ্যাপ (Whatsapp )সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, শুধু সেপ্টেম্বর মাসেই ২২ লাখের বেশি ভারতীয়ের হোয়াটসঅ্যাপ( Whatsapp) বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী গত সোমবার সেপ্টেম্বর(September) মাসের রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, ২২ লাখ ৯ হাজার ভারতবাসীর(Indian) অ্যাকাউন্ট(Account) ইতিমধ্যেই বন্ধ(Close) করে দিয়েছে হোয়াটসঅ্যাপ (Whatsapp )। ২০২১ সালের ২৬ মে থেকে কার্যকর হওয়া ভারতের তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে, ৫০ লাখের বেশি গ্রাহক রয়েছে এমন অ্যাপ বা অন্য কোনও প্লাটফর্মকে অবশ্যই মাসিক রিপোর্ট প্রকাশ করতে হবে। অক্টোবরের(October) শুরুতে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল তাতে জানা যায়, ৩০ লাখ ভারতীয়র অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল হোয়াটসঅ্যাপ( Whatsapp) কতৃপক্ষ

১ নভেম্বর (November) হোয়াটসঅ্যাপের তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বরে সংস্থার কাছে মোট ৫৬০টি অভিযোগ জমা পড়েছে। অগস্টে জমা পড়েছিল ৪২০টি অভিযোগ। হোয়াটসঅ্যাপের (Whatsapp)পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে যাঁদের মোবাইলে এই অ্যাপ নিষিদ্ধ করা হয় তাঁদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ থাকে। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের জন্য এই একই পদক্ষেপ গ্রহন করা হয়ে থাকে। হোয়াটসঅ্যাপের (Whatsapp) পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংস্থা অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় কোনও ত্রুটি রাখে না। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড(End to End Encrypted)মেসেজ পরিষেবা দেওয়া হয়। একই ভাবে কোনও গ্রাহক অ্যাপের অপব্যবহার(Misuse) করলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়

Changes In whatsapp-১ নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপে পরিবর্তন,অ্যানড্রয়েড ৪০৪-এ কাজ করবে না হোয়াটসঅ্যাপ

Facebook Name Change- ফেসবুক হয়ে গেল 'মেটা' বিরাট ঘোষণা মার্ক জুকারবার্গের

Diwali smart phone launch-দীপাবলিতে আসছে একগুচ্ছ স্মার্টফোন, জেনে নিন সেগুলো কি কি

হোয়াটসঅ্যাপ (Whatsapp) বন্ধের পরিমান গোটা বিশ্ব জুড়ে মাসে প্রায় ৮০ লাখের কাছাকাছি। এ দেশে সেপ্টেম্বর(Sep) মাসে যে সব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে অনেকগুলি আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। বাড়ানো হয়েছে বন্ধ থাকার সেই মেয়াদ। সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ (Whatsapp Message) আদানপ্রদানের ক্ষেত্রে যে নীতি মেনে চলে তা ভাঙার জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের বক্তব্য, মূলত চারটি বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকা উচিত। ওই বিষয়গুলি না মানলেই অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। এক নজরে দেখে নিন সেই ৪ টি বিষয়

শুধুই পরিচিতদের মেসেজ পাঠানো উচিত।

কাউকে কোনও গ্রুপে যুক্ত করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন।

গ্রুপে কোনও রকম বিদ্বেষমূলক বা সদস্যদের আঘাত করার মতো মেসেজ পাঠানো হচ্ছে কি না তা গ্রুপ অ্যাডমিনদের নজরে থাকতে হবে।

কোনও মেসেজ পেলেই তা ফরোয়ার্ড না করাই শ্রেয়

বাল্ক মেসেজ পাঠানো ঠিক নয়।

Read more Articles on
Share this article
click me!