ফের ইরাকে রকেট হানা, পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ মার্কিন ঘাঁটিতে

ফের রকেট হানা ইরাকে।

হামলা চালানো হল মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের ঘাঁটিতে।

বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে স্বীকার মার্কিন কর্মকর্তার।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

 

রবিবার ভোরে বাগদাদে মার্কিন-ইরাক জোট বাহিনীর সামরিক ঘাঁটিতে ফের রকেট হানা হল। ঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন একটি মার্কিন সামরিক কর্মকর্তা। তবে এই হামলায় কেউ হতাহত বা কোনও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে কিনা তা এখনই প্রকাশ করতে চাননি ওই কর্মকর্তা।

গত একমাস-এর বেশি সময় ধরে ইরাকে কখনও মার্কিন ঘাঁটিতে আবার কখনও মার্কিন দূতাবাসে রকেট হামলা হয়েছে। ওয়াশিংটন সরাসরি এই হামলাগুলির পিছনে ইরান-সমর্থিত জঙ্গিদের দায়ী করেছে। গত ১৩ ফেব্রুয়ারি মার্কিন হানায় নিহত ইরানের জেনারেল কাসেম সোলেমানি-র মৃত্যুর ৪০ তম দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইরানে। সেখানে মেজর জেনারেল হোসেইন সালামি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল-কে সতর্ক করে বলেছিলেন, তারা 'সামান্যতম ভুল' করলেই দুই দেশেই আঘাত হামবে ইরান।

Latest Videos

গত ৩ জানুয়ারি ইরাক-এর রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরাকের কাদস বাহিনীর প্রধান জেনারেল সোলেমানি। ইরান-এর বাহিরে সামরিক অভিযান পরিচালনা করে এই কাদস বাহিনীই। তার সঙ্গে হত্যা করা হয় ইরাকি জঙ্গি নেতা আবু মাহদি আল-মুহান্দিস'কেও। সোলেমানির মৃত্যুর পর থেকে ইরান-মার্কিন উত্তেজনা আরও বেড়েছে। দুই পক্ষ থেকেই একাধিক হামলা চালানো হয়েছে। অনেকে এই দ্বন্দ্বকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার আশঙ্কাও করেছেন।


এটি ব্রেকিং নিউজ, বিস্তারিত আসছে...

 

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি