মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ভারত সফরের নিয়ে যথেষ্টই উৎসাহী কেন্দ্রীয় সরকার। মার্কিন প্রেসিডেন্ট-কে রাজকীয়ভাবে স্বাগত জানাতে সবরকম প্রস্তুতিই প্রায় সম্পন্ন। সফরের আগেই খোদ ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করায় অনেকেই আশা করেছিলেন, ভারত সফরে এসে হয়তো বড় কোনও 'উপহার' দেবেন ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে বড়সড় কোনও দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তিরই প্রত্যাশা ছিল কূটনৈতিক মহলে। কিন্তু ভারত সফরে আসার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিলেন, এবারের সফরে বড় কোনও দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশ কম। তা তিনি ভবিষ্যতের জন্য তুলে রাখতে চান। বরং মোদী সরকারকে কিছুটা ধাক্কা দিয়েই মার্কিন প্রেসিডেন্ট অনুযোগের সুরে বলেছেন, 'ভারত থেকে আমরা ভাল ব্যবহার পাচ্ছি না।'
আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি দু'দিনের ভারত সফরে আসার কথা মার্কিন প্রেসিডেন্ট-এর। মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'ভারতের সঙ্গে আমাদের চুক্তি হতেই পারে। কিন্তু আমি তা ভবিষ্যতের জন্য তুলে রাখতে চাইছি।' তিনি আরও বলেন, 'আমরা ভারতের সঙ্গে একটি বড় বাণিজ্যিক চুক্তি করতে চলেছি। সেটা হবেই। তবে আমি জানিনা সেটা নির্বাচনের আগে করা সম্ভব কি না।'
আরও পড়ুন- 'বিস্ট'-কে নিয়েই আসছেন ট্রাম্প, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এই গাড়ির ভিতর কী কী আছে
আরও পড়ুন- করোনাভাইরাসের দাপটে বিধ্বস্ত চিন, এবার ভোট করা নিয়ে নয়া বিপদ
ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করার বিষয়ে প্রধান দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রতিনিধি রবার্ট লাইটাইজার ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে ভারতে আসবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ইন্দো- মার্কিন বাণিজ্যিক চুক্তি সম্পর্ক নিয়ে দৃশ্যতই অসন্তুষ্ট ট্রাম্প বলেছেন, 'আমরা ভারতের থেকে খুব ভাল ব্যবহার পাচ্ছি না।' তবে মঙ্গলবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন তিনি। কোনও রাখঢাক না করেই বলেছেন, 'আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুবই পছন্দ করি। উনি আমায় জানিয়েছেন ভারতে আমাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে অনুষ্ঠান স্থল পর্যন্ত ৭০ লক্ষ মানুষ রাস্তায় থাকবেন। নির্মীয়মাণ যে স্টেডিয়াম-এ অনুষ্ঠান হবে, সেটিও বিশ্বের সবথেকে বড় হতে চলেছে। ফলে খুবই উত্তেজক একটা সফর হতে চলেছে। আমি আশা করি আপনাদের সবারই তা ভাল লাগবে।'
আরও পড়ুন- 'জনপ্রিয়তায় আমিই সেরা, দ্বিতীয় মোদী', জুকারবার্গকে টেনে ভারত সফরের আগে ফুরফুরে ট্রাম্প
ভারতীয় বাজার ধরার ক্ষেত্রে আমেরিকার মূল প্রতিদ্বন্দ্বী চিন। ভারতে মূলত ইলেক্ট্রনিক সরঞ্জাম, যন্ত্র, জৈব রাসায়ণিক এবং চিকিৎসা সরঞ্জামের বাজার ধরতে চিনের সঙ্গে জোর টক্কর চলছে আমেরিকার। তবে ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করলেও ইউ-এস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম বা ইউএসআইএসপিএফ-এর সর্বশেষ ত্রৈমাসিক তথ্যের ভিত্তিতে তৈরি রিপোর্ট অনুযায়ী, ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।