কোটিপতি হওয়ার জন্য মানুষ অনেক পদ্ধতি অবলম্বন করে। ৫ টাকার কিছু বাস্তু জ্যোতিষ টোটকা রয়েছে যা আপনার অর্থকষ্ট দূর করে আপনাকে কোটিপতি হতে সাহায্য করতে পারে।
কথাতেই আছে টাকা সব সুখ এনে দিতে পারে। পকেটে টাকা থাকলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকা যায়। কোটিপতি হওয়ার স্বপ্ন সবাই দেখে। তবে চাইলেও কোটিপতি হতে সবাই পারে না। অর্থকষ্টের কারণে মানুষ অনেক সময়েই হতাশ হয়ে পড়েন। কোটিপতি হওয়ার জন্য মানুষ অনেক পদ্ধতি অবলম্বন করে। ৫ টাকার কিছু বাস্তু জ্যোতিষ টোটকা রয়েছে যা আপনার অর্থকষ্ট দূর করে আপনাকে কোটিপতি হতে সাহায্য করতে পারে। আপনিও যদি জীবনে ধনী হতে চান, তাহলে ৫ টাকার কয়েনে সিঁদুর দিয়ে আপনার নামের প্রথম অক্ষরটি লিখুন। আপনার নামের অক্ষর দিয়ে লেখা অংশটি উপরের দিকে রেখে ছাদে থাকা জলের ট্যাঙ্কে সারা রাত রেখে দিন। পরের দিন দেবী লক্ষ্মীকে আবাহন করার সময় একটি লাল কাপড়ে কয়েনটি মুড়ে দেবী লক্ষ্মীর পাশে রাখুন। এছাড়াও আরও একটি পাঁচ টাকার টোটকা রয়েছে যা অর্থিক সঙ্কট দূর করতে সাহায্য করে বলে মনে করা হয়। পুজোর স্থানে চাল ও দুর্বা ভর্তি একটি ঘট স্থাপন করুন, তারপর সেই ঘটে ৫ টাকার মুদ্রা রাখুন। এই ঘটটি প্রতিদিন পুজো করুন।